আউশগ্রাম, ৫ জুন : ভোটগণনা মিটতেই গ্রাম সংলগ্ন চাষের জমির সেচনালাতে রাখা জারিকেন থেকে প্রায় ২০টি তাজা বোমা উদ্ধার করল আউশগ্রাম থানার পুলিশ। আউশগ্রাম থানার অভিরামপুর মেঠুয়াপাড়ার ঘটনা। বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। পুলিশসূত্রে জানা গিয়েছে, বোমাগুলোকে নিষ্ক্রিয় করে বম্ব ডিসপোজ্যাল স্কোয়াড।
ভোটের ফলপ্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর আসছে। বেশিরভাগ ক্ষেত্রে বিরোধী দল, বিশেষ করে বিজেপি কর্মী–সমর্থকদের বাড়ি ভাঙচুর, তাঁদের ওপর হামলার অভিযোগ ওঠে। বর্ধমান থেকে এখনও পর্যন্ত সেভাবে বড় কোনও অশান্তি, হামলার ঘটনা সামনে আসেনি। কিন্তু এই বোমা উদ্ধারের ঘটনা চাঞ্চল্য ছড়ায়।