কেতুগ্রাম, ৬ জুন : পূর্ব বর্ধমানের কেতুগ্রামের মুড়-গোপালপুর পঞ্চায়েতের হাটমুড়গ্রামের উত্তরপাড়া এলাকায় বিস্ফোরণের জেরে সিপিএম কর্মীর বাড়ির কংক্রিটের শৌচালয়ের ছাদ উড়ে গেল। ভেঙে পড়ল সীমানা পাঁচিল। বৃহস্পতিবার সাত সকালের এই ঘটনায় গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৬টা নাগাদ আচমকাই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। স্থানীয় বাসিন্দারা শব্দের উৎস সন্ধানে এসে দেখতে পান, শ্যামল ঘোষ নামে এক সিপিএম কর্মীর বাড়ির শৌচালয়ে বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণে উড়ে যায় শৌচালয়ের ছাদ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কেতুগ্রাম থানার পুলিশ। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে চিরুনি তল্লাশি চলছে। স্থানীয় তৃণমূল নেতাদের দাবি, গ্রামে অশান্তি করবার জন্য শ্যামল ঘোষ বাড়িতে বোমা মজুত করেছিল। ঘটনার পর থেকে শ্যামল ঘোষের পরিবার বাড়ি ছেড়ে পালায়। সিপিএম নেতৃত্বের দাবি শ্যামল ঘোষ সিপিএম কর্মী ছিলেন না। এই ঘটনার সঙ্গে সিপিএমের কোনও যোগ নেই। ঘটনার পর থেকে শ্যামল ঘোষকে এলাকায় দেখতে পাওয়া যাচ্ছে না।