West Bengal

1 month ago

TMC-BJP: বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ ৯৭ টি পরিবার

97 families left BJP and joined Trinamool
97 families left BJP and joined Trinamool

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  গোসাবার কুমিরমারি অঞ্চল তৃণমূলের ডাকে যোগদান মেলা অনুষ্ঠিত হল বাজার এলাকায়। আয়োজিত এই যোগদান মেলায় বিজেপি দল থেকে মোট ৯৭ টি পরিবার তৃণমূলে যোগ দিলেন। জেলা পরিষদের উপাধক্ষ্য অনিমেষ মন্ডলের উপস্থিতিতে এই যোগদান পর্ব চলে অঞ্চল সভাপতি অঙ্কন মণ্ডলের নেতৃত্বে। আগামী বিধানসভা নির্বাচনের আগে দলের সংগঠনকে শক্তিশালী করার কাজ শুরু করে দিয়েছে তৃণমূল। আর সেই কর্মসূচিতেই এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ৯৭ টি পরিবার। তৃণমূলের উন্নয়ন যজ্ঞে সামিল হতেই এই যোগদান দাবি নবাগত কর্মীদের। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব এ বিষয়ে কিছুই বলতে চাননি।

You might also like!