শিলিগুড়ি, ১২ আগস্ট : মর্মান্তিক পথ দুর্ঘটনায় উত্তরবঙ্গে মৃত্যু হল ৬ পুণ্যার্থীর। পাশাপাশি, গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন পুণ্যার্থী। সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বাগডোগরা ভুট্টাবাড়ি সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়কে। শ্রাবণের শেষ সোমবারে ফাঁসিদেওয়ার দানাগছ এলাকা থেকে ১১জন পুণ্যার্থীর দল বাগডোগরা জংলিবাবা মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন। অন্যদিকে, দেওঘর বাবা ধাম থেকে পুণ্যার্থীদের নিয়ে ফেরত আসছিল সিকিমের নম্বর প্লেটওয়ালা একটি চার চাকার গাড়ি। পায়ে হেঁটে মন্দিরের উদ্দেশে যাওয়া পুণ্যার্থীদের দলটিকে পিছন থেকে ধাক্কা মারে ওই চার চাকা গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জন পুণ্যার্থীর। পাশাপাশি চার চাকার গাড়িটিও নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে গিয়ে পড়ে। ফলে গুরুতর জখম হন গাড়িতে থাকা ব্যক্তিরা। তাঁদের দ্রুত উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার পুলিশ ট্রাফিক গার্ডের কর্মীরা ও দমকল বাহিনী।অন্যদিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে মৃতদের পরিবার ও এলাকার লোকজন এসে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। টানা প্রায় দেড় ঘণ্টা অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।