West Bengal

2 weeks ago

Murshidabad violence: ধুলিয়ানে মৃত্যু ৩ জনের, দাবি পুলিশের; সুরক্ষা চাইছেন স্থানীয়রা

Murshidabad violence
Murshidabad violence

 

মুর্শিদাবাদ, ১৩ এপ্রিল : হিংসায় অশান্ত মুর্শিদাবাদে এখনও চাপা উত্তেজনা রয়েছে। যদিও পুলিশের দাবি, পরস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মুর্শিদাবাদের ধুলিয়ানে হিংসাত্মক ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। অশান্ত মুর্শিদাবাদে এখন সুরক্ষা চাইছেন হিন্দুরা। রবিবার সকালে এক মহিলা বলেছেন, আমরা নিরাপত্তা চাই, আর কিছু নয়। তারা আমাদের বাড়িতে ঢুকে সব কিছু ভাঙচুর করেছে। ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে বিক্ষোভকে ঘিরে গত শুক্রবার অশান্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত। হিন্দুদের ঘর-বাড়ি, দোকানে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। হিংসাত্মক ঘটনায় ধুলিয়ানে মৃত্যু হয়েছে ৩ জনের। কলকাতা হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদে এখন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। বিভিন্ন এলাকায় চলছে টহল। উল্লেখ্য, মুর্শিদাবাদে হিংসার ঘটনায় এখনও পর্যন্ত ১৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।


You might also like!