জয়নগর, ২০ নভেম্বর : দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের দলুয়াখাকিতে ঘরবাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনার প্রায় এক সপ্তাহ পর তিন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। গত সোমবার বামনগাছির পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস নেতা সইফুদ্দিন লস্করের খুনের পর উত্তপ্ত হয়ে ওঠে দলুয়াখাকি গ্রাম। তৃণমূল এবং সিপিএমের মধ্যে সংঘর্ষ হয়। ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় রবিবার রাতে ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম-নজরুল মণ্ডল, আকবর ঢালি এবং আমানুল্লাহ জমাদার। এঁদের প্রত্যেকের বাড়িই দলুয়াখাকিতে। স্থানীয় সূত্রে খবর, ধৃত তিন জনই এলাকায় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত।
উল্লেখ্য, গত সোমবার মসজিদে নমাজ পড়তে যাচ্ছিলেন জয়নগর থানার বামনগাছি এলাকার তৃণমূল নেতা সইফুদ্দিন। মসজিদের সিঁড়িতে সবে পা রেখেছিলেন তিনি, এমন সময়ে তাঁর ঘাড়ে বন্দুক ঠেকিয়ে গুলি চালিয়ে পালায় দুষ্কৃতীরা। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি সইফুদ্দিনকে। আর তার পরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। চলে একের পর এক বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়।