West Bengal

3 months ago

Bike accident in Islampur:ইসলামপুরে পৃথক দুটি বাইক দুর্ঘটনায় মৃত ২ যুবক

Bike accident in Islampur
Bike accident in Islampur

 

ইসলামপুর, ৪ জুন  : শনিবার রাতে ইসলামপুরে পৃথক দুটি বাইক দুর্ঘটনায় মৃত্যু হল ২ যুবকের। প্রথম ঘটনাটি ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক যুবকের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম গৌরব মিত্র। বয়স আনুমানিক ২১ বছর। বাড়ি ইসলামপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের হাসপাতাল পাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্রীকৃষ্ণপুর ওভার ব্রিজের পাশে পকেট রোড ধরে বাইক নিয়ে শিলিগুড়ির দিকের জাতীয় সড়কে উঠছিলেন তিনি। সেইসময় কোনও ছোট গাড়ির সঙ্গে তাঁর বাইকের সংঘর্ষ হয়। এতে যুবক গুরুতর জখম হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে, শনিবার রাতে ইসলামপুর থানার দাড়িভিট সংলগ্ন এলাকায় আরেকটি বাইক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহম্মদ রাজা এবং দুলাল সিংহ নামে দুই যুবক জখম অবস্থায় ঘটনাস্থলেই পড়ে ছিলেন। খবর পেয়ে পুলিশ পৌঁছে ওই দুই যুবককে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসা চলাকালীন মহম্মদ রাজা নামে ওই যুবকের মৃত্যু হয়। মৃত যুবকের আনুমানিক বয়স ২৭ বছর। বাড়ি ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের তেলিভিটা এলাকায়। দুটি ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

You might also like!