উত্তর দিনাজপুর, ৮ ফেব্রুয়ারি: গাড়ি আর পিক-আপ ভ্যানের সঙ্গে একটা ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল একজন সিভিক ভলান্টিয়ার-সহ অন্তত ৩ জনের। জখম হয়েছেন কমপক্ষে ২০ জন। বুধবার রাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ১২ নম্বর জাতীয় সড়কের ওপর উত্তর দিনাজপুরের করণদিঘি থানার টুঙ্গিদিঘি বাসস্ট্যান্ড মোড়ে এই ঘটনা ঘটেছে। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। আহতদেরও ভর্তি করানো হয়েছে ওই হাসপাতালেই। তাঁদের মধ্যে কয়েক জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ সূত্রে খবর, ১৮ চাকার একটি ট্রেলার করণদিঘির দিক থেকে দ্রুত গতিতে রায়গঞ্জের দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে যায়। সেই সময়ে পাশে দাঁড়িয়ে থাকা চার চাকার গাড়িকে ধাক্কা মারে ট্রেলারটি। শুধু তাই নয়, রায়গঞ্জের দিক থেকে আসা একটি পিক-আপ ভ্যানকেও ধাক্কা মারে। দুর্ঘটনায় সিভিক ভলান্টিয়ার-সহ অন্তত ৩ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই পুলিশে খবর দেন। পুলিশ এবং স্থানীয়রা মিলে আহত যাত্রীদের ভর্তি করান হাসপাতালে।