West Bengal

6 months ago

Durgapur : ১৬ কোটি টাকা জালিয়াতি, অন্ডালের বহুলায় ধৃত বেসরকারী ব্যাঙ্ক ম্যানেজার

bank manager arrested by Andal

 

দুর্গাপুর, ২৫ সেপ্টেম্বরঃ  বেশ কয়েকটি অ্যাকাউন্টে ১৬ কোটি টাকার লেনদেন জালিয়াতি। এমনই অভিযোগে ধরা পড়ল খোদ এক বেসরকারী ব্যাঙ্কের ম্যানেজার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, অন্ডালের বহুলায়। পুলিশ সুত্রে জানা গেছে, ধৃতের নাম শান্তনু মন্ডল। তিনি ইন্ডোসিন্ধ ব্যাঙ্কের বহুলা শাখার ম্যানেজার। রবিবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার জামিন খারিজ করে ন' দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন।

ঘটনায় জানা গেছে, মুম্বাইয়ের কোন গ্রাহকের ওভার ড্রাফট অ্যাকাউন্টের থেকে আরটিজিএস মাধ্যমে বেশ কয়েকটি অ্যাকাউন্টে ১৬ কোটি টাকা অনৈতিকভাবে সরানো হয়েছে বলে অভিযোগ। ঘটনার খতিয়ে দেখতে নড়েচড়ে বসে ব্যাঙ্কের উর্ধতন কর্তৃপক্ষ। গোটা ঘটনার তদন্তে নেমে, জানা যায় সংশ্লিষ্ট ব্যাঙ্কের বহুলা শাখা থেকে ১৬ কোটি টাকা ট্রান্সপারের কাজটি হয়েছে। ম্যানেজার টাকা সরানোর অভিযোগ ওঠে স্বয়ং ওই ব্যাঙ্কের ম্যানেজার শান্তনু মন্ডলের বিরুদ্ধে। সেই মতো শনিবার ওই ব্যাঙ্কের রিজিওনাল অফিসের পক্ষে দুর্গাপুর শাখার এক ম্যানেজার অন্ডাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। শনিবার রাতেই পুলিশ অভিযুক্ত ব্যাংক ম্যানেজার শান্তনু মন্ডল কে গ্রেফতার করে। রবিবার ধৃত-কে দুর্গাপুর মহাকুমা আদালতে তোলা হয়। বিচারক অভিযুক্তের ন'দিনের পুলিশ হেফাজত নির্দেশ দেন।

উল্লেখ্য, গত কয়েকমাস ধরে কালো টাকা উদ্ধারে তদন্তে নেমেছে ইডি। নেতা মন্ত্রী থেকে ব্যাবসায়ীদের বাড়ি থেকে উদ্ধার হচ্ছে থোকা থোকা নোটের বান্ডিল। স্বাভাবিকভাবেই এধরনের টাকা সরানোয় প্রশ্ন উঠেছে। যদিও পুলিশ জানিয়েছে, " অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পরই জালিয়াতির ঘটনাটি পরিষ্কার হবে। ঘটনায় আরও অনেকে জড়িত বলে অনুমান করা হচ্ছে। ঘটনাট তদন্ত চলছে।"

You might also like!