Video

3 days ago

Kanchi Desh Festival | বীরভূম জেলায় বোলপুর সন্নিকটে কঙ্কালীতলায় শুরু হল কাঞ্চি দেশ উৎসব

 

বছরের শেষ দিন জমজমাট কঙ্কালীতলা।।বীরভূম জেলায় বোলপুর সন্নিকট ৫১ তম পিটের অন্যতম পিঠ কঙ্কালীতলা। এই পিঠস্থানে সারা বছর পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষের আনাগোনা হয়েই থাকে। কিন্তু আজ বছরের শেষ দিনে প্রচুর পর্যটক থেকে শুরু করে আশপাশের বহু গ্রামের মানুষ এই কঙ্কালীতলা পিঠস্থানে হাজির হন। নিজেদের মনোবাসনা পূর্ণ করার জন্য আজকের দিনে পুজো দেন কংকালী মায়ের কাছে এবং নতুন বছরে শুভ কামনা করেন। গতকাল থেকে শুরু হয়েছে কাঞ্চিদেশ উৎসব কঙ্কালীতলাতে। কাঞ্চি দেশ উৎসব উপলক্ষে বেশ কয়েকদিন ধরে চলবে মেলা। আজ কঙ্কালীতলাতে ভিড় উপচে পড়েছে মন্দিরে। কংকালী মায়ের পুজো দেওয়ার জন্য। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই মেলায় সকলেই ভিড় করেন। এই মেলাতে বিভিন্ন ধরনের আসবাবপত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের দোকান বসে। তবে বিশেষত বাঁশ বেতের শিল্পীরা তাদের হাতের কাজ নিয়ে এই মেলায় উপস্থিত হন। এখনো কঙ্কালীতলা মেলাতে বাঁশ ও বেতের তৈরি বিভিন্ন জিনিস নিয়ে শিল্পীরা বিক্রির উদ্দেশ্যে আসেন। সারাবছর অপেক্ষা করে থাকেন বাঁশ বেতের শিল্পীরা তাদের শিল্পকর্ম এই মেলাতে বিক্রির উদ্দেশ্যে।

You might also like!