Video

2 weeks ago

Jyoti Kumari Sharma | বালুরঘাট কলেজের অধ্যাপিকা জ্যোতি কুমারী শর্মা জাতীয় স্তরের বিশেষ সম্মান পেলেন

 

আলিপুরদুয়ার কলেজে অনুষ্ঠিত জাতীয় স্তরের সেমিনারে বিশেষ সম্মান পেলেন বালুরঘাট কলেজের অধ্যাপিকা জ্যোতি কুমারী শর্মা। "এ ট্রি অফ ইনক্লুসিভ গ্রোথ, এ ফ্রামওয়ার্ক ইকুইটি, প্রশপারিটি এন্ড সোশ্যাল জাস্টিস ইন ইন্ডিয়া" বিষয়ে অসাধারণ দক্ষতার জন্য তাকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়। সমাজের সার্বিক উন্নতির জন্য অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও পরিকাঠামোর গুরুত্ব সহজ ভাষায় তুলে ধরার জন্য তিনি প্রশংসিত হন। আলিপুরদুয়ার কলেজের "সোসাইটি, কালচার, স্পেস অ্যান্ড লাইভলিহুড অপরচুনিটি অফ নর্থ বেঙ্গল: ইস্যু এন্ড চ্যালেঞ্জ" সেমিনারে এই স্বীকৃতি প্রদান করা হয়। অধ্যাপিকা শর্মা বলেন, "সমাজের উন্নতির মূল চাবিকাঠি হল ইনক্লুসিভ গ্রোথ। সেই বিষয়ে দক্ষতা প্রমাণ করতে পেরে এবং সম্মানিত হয়ে আমি অত্যন্ত আনন্দিত।"

You might also like!