Tripura

3 weeks ago

Forest Minister Animesh Debvarma:ব্যাপক সংখ্যায় গাছ লাগানো না হলে প্রকৃতির রোষ থেকে কেউ বাঁচতে পারবেনা : বনমন্ত্রী

Forest Minister Animesh Debvarma
Forest Minister Animesh Debvarma

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা থেকে শুরু করে নানা কাজে গাছের বিরাট ভূমিকা রয়েছে।  খোয়াই পুর পরিষদের ৭নং ওয়ার্ডের অন্তর্গত বনকরে জেলাভিত্তিক স্বচ্ছতা-হি-সেবা কর্মসূচিতে প্রধান অতিথির ভাষণে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা একথা বলেন।

বৃক্ষরোপনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বনমন্ত্রী বলেন, ব্যাপক সংখ্যায় গাছ লাগানো না হলে প্রকৃতির রোষ থেকে কেউ বাঁচতে পারবেনা। বনমন্ত্রী জানিয়েছেন, মনোরম পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে সবুজ বনাঞ্চল এক বড় ভূমিকা নিয়ে থাকে। রাজ্যের বড়মুড়া, আঠারোমুড়া, লংতরাই'র বিশাল বনাঞ্চলকে যেকোন মূল্যে রক্ষা করতে হবে। এতে শুধু পরিবেশের ভারসাম্যই বজায় থাকবেনা বন্যার হাত থেকে এক বিশাল অংশকে রক্ষা করা যাবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশিস নাথ শর্মা, খোয়াই জেলার জেলাশাসক চাঁদনী চন্দ্রন, খোয়াই জেলার পুলিশ সুপার ড. রমেশ চন্দ্র যাদব, অতিরিক্ত জেলাশাসক সুমিত কুমার পান্ডে, খোয়াই মহকুমার মহকুমা শাসক চারু ভার্মা প্রমুখ।

You might also like!