Tripura

8 months ago

Tripura:ত্রিপুরা : রেগা–র বকেয়ার দাবিতে শ্রমিকদের নিয়ে তিপ্রা মথা নেতা–কর্মীরা তালা দিলেন হেজামারা ব্লক অফিসে

Matha leaders and workers locked the Hejamara Block office
Matha leaders and workers locked the Hejamara Block office

 

আগরতলা, ৬ ফেব্রুয়ারি  : রেগা প্রকল্পে বকেয়া মজুরির দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলার হেজামারা ব্লক অফিসে তালা ঝুলিয়ে দিলেন তিপ্রা মথার কর্মী সমর্থকরা৷ মঙ্গলবার সংগঠিত ঘটনাকে কেন্দ্র করে হেজামারা এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়৷ ব্লক অফিসে তালা দেওয়ার পাশাপাশি রাস্তা অবরোধ আন্দোলনও সংগঠিত করা হয়েছে৷ এতে ওই সড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হয়েছে৷

তিপ্রা মথার নেতা তথা এডিসির কার্যনির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা জানিয়েছেন, সেপ্টেম্বর মাস থেকে বকেয়া মজুরির জন্য বহুবার হেজামারা ব্লক অফিসে গিয়ে শ্রমিকরা বিডিওর সাথে কথা বলছেন৷ মহকুমাশাসককে জানানো হয়ছে৷ প্রত্যেক পদস্থ আধিকারিকদের বক্তব্য, টাকা নেই৷

দেববর্মার প্রশ্ন, যদি টাকা–ই না থাকে, তা–হলে কাজ করিয়েছেন কেন? কেন শ্রমিকদের হয়রানি করা হচ্ছে? অবিলম্বে বকেয়া মজুরি দিয়ে দেওয়ার দাবি জানান রবীন্দ্র দেববর্মা৷ সেই সাথে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত মজুরি মিটিয়ে দেওয়া না হয়, তা–হলে আজ শুধু ব্লক অফিসে তালা দেওয়া হয়েছে, আগামীদিনে এখানে আরও অনেক কিছুই হবে৷

এদিকে, এদিন পথ অবরোধ করেন তিপ্রা মথার কর্মী–সমর্থকরা৷ ফ্লেক্স ফ্যাস্টুন এবং প্ল্যা কার্ড নিয়ে মথার কর্মী–সমর্থকরা সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন৷ এক সময় কর্মী–সমর্থকরা তালা ঝুলিয়ে দেন ব্লক অফিসের প্রধান ফটকে৷ শ্রমিকদের তরফে অভিযোগ করা হয়েছে, বিভিন্ন এডিসি ভিলেজ ১৫দিন কিংবা ২০দিনের কাজ করানো হয়েছে৷ কিন্তু, মজুরি দেওয়া হচ্ছে না৷ অবিলম্বে মজুরি প্রদান করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হবেন৷


You might also like!