Tripura

1 week ago

Ratanlal Nath: ছাত্রছাত্রীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলতে শিক্ষক শিক্ষিকাদের অগ্রণী ভূমিকা নিতে হবে : কৃষিমন্ত্রী

Ratanlal Nath
Ratanlal Nath

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  ছাত্রছাত্রীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলতে শিক্ষক শিক্ষিকাদের অগ্রণী ভূমিকা নিতে হবে। ত্রিপুরায় গুণগত শিক্ষার প্রসারে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।  মোহনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করে কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ একথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, দেশের সার্বিক বিকাশে প্রধানমন্ত্রী শিক্ষা ও কৃষির উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। রাজ্য সরকার এ দুটি ক্ষেত্রেই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। সরকারের লক্ষ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলা।

উল্লেখ্য, মোহনপুর পুরপরিষদ, মোহনপুর মহকুমা প্রশাসন, ব্লক প্রশাসন এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় তিনদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ফুড ফেস্টিভেলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, ভাইস চেয়ারম্যান সঞ্জীব কুমার দাস, মোহনপুর পুরপরিষদের ভাইস চেয়ারপার্সন শংকর দেব, মোহনপুর মহকুমার মহকুমা শাসক সুভাষ দত্ত প্রমুখ।


You might also like!