Tripura

10 months ago

Tripura :জাতীয় সড়কে পাহাড় ভেঙে পড়ল পাথর: গুরতর পুলিশ আধিকারিক

Rocks fell on the national highway: Gurtar police official
Rocks fell on the national highway: Gurtar police official

 

ধলাই(ত্রিপুরা)  : জাতীয় সড়কে পাহাড় থেকে পাথর পরে গুরতর আহত পুলিশ আধিকারিক । ঘটনা, ধলাই কমলপুর থানাধীন সাইকারবাড়ি সংলগ্ন এলাকায় । ২০৮ নং জাতীয় সড়কের অংশে সোমবার সন্ধ্যায় ঘটেছে ।

আগরতলা সিধাই মোহনপুর এলাকার বাসিন্দা শচীন্দ্র দেববর্মা রাজ্য পুলিশের ডিআর বিভাগের সাব ইন্সপেক্টর । তিনি চাকুরি সূত্রে রয়েছেন উনোকোটি জেলার কৈলাসহরে ।  নিজের মোটর বাইক চেপে কৈলাসহর থেকে বাড়িতে ফিরছিলেন তিনি । ২০৮ নং জাতীয় সড়ক ধরে ফেরার সময় এই মহকুমায় সাইকারবাড়ির কাছাকাছি এলাকায় আসতেই পাহাড় থেকে পাথর ভেঙে পড়ে তার উপর । এতে বাইক নিয়ে সড়কে ছিটকে পড়েন তিনি । খবর পেয়ে কমলপুর থেকে দমকল কর্মীরা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে আসেন । শচীন্দ্রবাবু পাথরের আঘাতে মুখে এবং বুকে গুরুতর আঘাত পেয়েছেন । কমলপুর মহকুমা হাসপাতালে তার চিকিৎসা চলছে ।

You might also like!