Tripura

2 weeks ago

Dr. Manik Saha: মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক তৈরি হয় সংস্কৃতি, ঐতিহ্য ও কৃষ্টির বিনিময়ের মাধ্যমে : মুখ্যমন্ত্রী

Dr. Manik Saha
Dr. Manik Saha

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  শুধুমাত্র রক্তের মাধ্যমেই সম্পর্ক তৈরি হয় না। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক তৈরি হয় সংস্কৃতি, ঐতিহ্য ও কৃষ্টির বিনিময়ের মাধ্যমে। শুক্রবার আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে যুব বিকাশ কেন্দ্রের উদ্যোগে আয়োজিত সাত দিনব্যাপী হেরিটেজ উৎসবের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা একথা বলেন।

মুখ্যমন্ত্রী আরও বলেন, যুবক-যুবতীরা আমাদের দেশের মূল সম্পদ। এই সম্পদ দেশের শক্তি। এই যুবারাই আগামীদিনে দেশকে দিশা দেখাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই যুব শক্তিকে দেশের মূল শক্তি হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি আরও বলেন, দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা ও পরম্পরা আমাদের ঐক্যবদ্ধ করে রেখেছে। আমাদের দেশের বৈচিত্র্যময় সংস্কৃতির পরম্পরা সমগ্র বিশ্বে সমাদৃত।

অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায় বলেন, বিকশিত ভারত গড়ে তুলতে দেশের যুবক যুবতীদের এগিয়ে আসতে হবে। তবেই আগামীদিনে এক সমৃদ্ধ ভারত গড়ে উঠবে। অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী যুব সম্প্রদায়কে বৃক্ষ রোপণ কর্মসূচি, দূষণ মুক্ত পরিবেশ ও নেশামুক্ত সমাজ গঠনেও এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুব বিকাশ কেন্দ্রের সভাপতি দেবাশিস মজুমদার, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, নতুনদিল্লির বিশ্ব যুব কেন্দ্রের সিইও উদয় শঙ্কর সিং, যুব বিকাশ কেন্দ্রের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান তপন লোধ প্রমুখ।

You might also like!