Breaking News
 
School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে! RCB stampede report: আরসিবি-র বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, চাপ বাড়ল ফ্র্যাঞ্চাইজির উপর; বিরাট কোহলির নাম জড়াল ঘটনায়! Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে ফের অনিশ্চয়তা,বিচারপতির অব্যাহতিতে স্থগিত সুপ্রিম কোর্টে শুনানি! Narendra Modi: মোদির সফর ঘিরে সাজো সাজো রব দুর্গাপুরে, নিরাপত্তায় কড়াকড়ি, রাজনীতির উত্তাপ চরমে!

 

Tripura

8 months ago

Manik Sarkar:বিজেপির বিরুদ্ধে মানুষকে আরও বেশি সংগঠিত করা প্রয়োজন : মানিক সরকার

Manik Sarkar
Manik Sarkar

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  দেশের গণতান্ত্রিক- যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বাতিল করে ফ্যাসিবাদী একদলীয় স্বৈরশাসন কায়েমের লক্ষ্যে মোদি সরকারের এক দেশ- এক নির্বাচন করার প্রচেষ্টার অভিযোগে সিপিআইএমের উদ্যোগে সোনামুড়ায় বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে ।

এদিনের সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য মানিক দে, সিপিআইএম সোনামুড়া মহকুমা সম্পাদক রতন সাহা ও অহিদুর রহমান।

কর্মসূচির প্রথম পর্বে মিছিল শুরু হয় সোনামুড়া শহরের মূলত সড়ক পথ ধরে। মিছিল শেষে রবীন্দ্র চৌমুহনি এলাকায় জনসভা হয়। মানিক সরকার তাঁর বক্তব্যের শুরুতে বলেন, স্বাধীনতার পর এক কঠিন পরিস্থিতি মুখোমুখি ভারতবাসী। আর এস এসের নেতৃত্ব দেওয়া বিজেপি মুখোশধারী সরকার গত কয়েক বছর ধরে ভারত শাসন করছে। কিন্তু তারা সাধারণ মানুষের কল্যাণে তেমন কোন কাজ করছে না। মানুষের উপর তাদের কোন আস্থা নেই।

মানিক সরকার আরো বলেন, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা প্রতিনিয়ত বিরোধী দলের গণতান্ত্রিক কার্কলাপের উপর আক্রমণ করে যাচ্ছে। তাদের মূল উদ্দেশ্য বিরোধী দলকে কোণঠাসা করে রাখা অর্থাৎ একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা। এই জন্যই তারা সংবিধান থেকে গণতান্ত্রিক ব্যবস্থাকে তুলে দিতে চাইছে। পাশাপাশি তিনি আরো বলেন, মানুষ শাসক দলের সকল কার্যকলাপ সম্পর্কে যথেষ্ট অবগত হয়ে গিয়েছেন। তার প্রমাণ এবারের নির্বাচনে দেখা গিয়েছে। তাদের বিরুদ্ধে মানুষকে আরো বেশি সংগঠিত করা এই মুহূর্তে যথেষ্ট প্রয়োজন বলে মন্তব্য করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

You might also like!