Tripura

2 weeks ago

Congress: ৩০ সেপ্টেম্বর উত্তর, ঊনকোটি ও ধলাই জেলার বিভিন্ন মহকুমাশাসকে গণডেপুটেশন দেবে কংগ্রেস

congress
congress

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- ত্রিপুরায় সম্প্রতি ঘটে যাওয়া বন্যায় ক্ষতির সম্মুখীন হয়ে দিশেহারা সাধারন মানুষ। সরকারীভাবে তাদের দেওয়া হয়নি তেমন কোন সহায়তা। রাজ্যে বাড়ছে অপরাধের ঘটনা। ঊনকোটি জেলার কুমারঘাট সফরে গিয়ে ত্রিপুরা সরকার এবং শাসক দলের প্রতি এভাবেই একের পর এক অভিযোগ আনলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

আগামী ৩০ সেপ্টেম্বর উত্তর, ঊনকোটি এবং ধলাই জেলার বিভিন্ন মহকুমায় মহকুমা শাসকের মাধ্যমে রাজ্য সরকারের মুখ্য সচিবের উদ্দেশ্যে গণডেপুটেশন প্রদানের উদ্যোগ নিয়েছে প্রদেশ কংগ্রেস। এই কর্মসূচী বাস্তবায়িত করতে প্রতিটি মহকুমা সফরে বেড়িয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। শনিবার তিনি আসেন কুমারঘাটে। দলীয় অফিসে সভাপতিকে স্বাগত জানান, পাবিয়াছড়া ব্লক কংগ্রেস সভাপতি অসিত দেব, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তরুন সাহা, প্রদেশ কংগ্রেস সম্পাদক সত্যবান দাস সহ দলীয় নেতাকর্মীরা।

কুমারঘাটে নেতাকর্মীদের নিয়ে এদিন প্রস্তুতি বৈঠক করেন প্রদেশ সভাপতি। এদিন দলীয় অফিসে সাংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হন দলের প্রদেশ সভাপতি। তিনি অভিযোগ করেন, বিজেপির শাসনে ত্রিপুরায় চরম অবনতি ঘটেছে আইনশৃঙ্খলার। বাড়ছে খুন, সন্ত্রাস, ধর্ষণ, চুরি-ডাকাতি সহ বিরোধী দলের কর্মী সহ দলীয় অফিস ভাংচুরের ঘটনা। অভিযোগ পেয়েও পুলিশ অথর্বের ভূমিকায় বলে অভিযোগ করেন তিনি। বিজেপির শাসনে রাজ্যের মানুষ নিরাপত্তাহীনতায় ভূগছে বলে এদিন অভিযোগ করেন আশীষ কুমার সাহা।

পিসিসি সভাপতি অভিযোগ করেন, ত্রিপুরায় সম্প্রতি ঘটে যাওয়া বন্যায় অসহায় হয়ে পড়েছেন সাধারন মানুষ। কৃষিজিবী অংশের মানুষ, পশু পালক, শ্রমজিবী মানুষের মাথায় হাত। এই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ায়নি সরকার। মানুষ বিপর্যয়ের সম্মুখীন হলেও রাজ্যের মানুষের জন্য কেন্দ্রীয় বরাদ্দ জোটেনি বলে অভিযোগ। সাম্প্রতিক বন্যার নামে যে চল্লিশ কোটি টাকা কেন্দ্রীয় সরকার ত্রিপুরার জন্য মঞ্জুর করেছে বলে প্রচার করা হচ্ছে তা প্রতিবছরই বিপর্যয় মোকাবেলার জন্য ধার্য থাকে। সেটাকেই এবারের বন্যার বাড়তি কেন্দ্রীয় সাহায্য বলে চালিয়ে দেওয়া হচ্ছে বলে সরকার এবং বিজেপি দলের বিরুদ্ধে এদিন গুরুতর অভিযোগ করলেন আশীষ কুমার সাহা।

রাজ্যের বন্যাআক্রান্তদের সহায়তা সহ অপরাধের ঘটনার রাশ টানতে সরকারের পদক্ষেপ চেয়ে আগামী ৩০ সেপ্টেম্বর রাজ্যের বিভিন্ন মহকুমায় এককভাবে গণডেপুটেশন দিতে যাচ্ছে কংগ্রেস দল। দাবি পূরন না হলে আগামীদিনে দলের তরফ থেকে রাজ্যে গণ আন্দোলন গড়ে তোলা হবে বলে এদিন হুশিয়ারী দিলেন আশীষ কুমার সাহা। তবে ত্রিপুরায় বামেদের সঙ্গে আগামী নির্বাচনে কংগ্রসের জোট বজায় থাকবে কিনা এবিষয়ে সংবাদ প্রতিনিধিদের প্রশ্নের উত্তর অত্যন্ত সুকৌশলে এদিন এড়িয়ে যান কংগ্রেস সভাপতি।


You might also like!