Tripura

2 weeks ago

Tripura:দক্ষিণ ত্রিপুরায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, নিরাপদ আশ্রয়ে যেতে জনগণকে সতর্ক করলেন জেলা শাসক

Heavy rains are likely in South Tripura
Heavy rains are likely in South Tripura

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-: সবাই সতর্ক থাকুন, নিরাপদ স্থানে আশ্রয় গ্ৰহন করুন। আগামী দুই দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নদীর কাছাকাছি এলাকার লোকজন এবং বন্যা কবলিত এলাকার লোকজন নিরাপদ স্থান সহ ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়ার জন্য দক্ষিণ জেলা শাসক স্মিতা মল এম এস সাংবাদিক সম্মেলনে অনুরোধ জানান।

 সাংবাদিক সম্মেলন আয়োজিত হয় দক্ষিণ জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে। জেলা শাসকেরসাথে ছিলেন জেলা পুলিশ সুপার অশোক সীনহা সহ জেলার অন্যান্য আধিকারিকরা। এই দিনের সাংবাদিক সম্মেলনে দক্ষিণ জেলা শাসক স্মিতা মল এম এস গত চারদিন ধরে ভারী বৃষ্টিপাতের কারণে দক্ষিণ জেলাতে বন্যায় বিধ্বস্ত এলাকা, যোগাযোগ ব্যাবস্থা, কৃষিজ ফসল, আরো বিভিন্ন তথ্য তুলে ধরেন। রাজ্যের মধ্যে শান্তির বাজার মহকুমার বগাফা ব্লকে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ৪৪৩.২ মিলিলিটার। গোমতী জেলার পর সবচেয়ে বেশি বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ জেলার বিলোনিয়া, শান্তির বাজার ও সাব্রুম মহকুমায়।

তিনি আরও জানান, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী দক্ষিণ জেলাতে মৃত্যুর সংখ্যা পনের। শান্তির বাজার মহকুমাতে দশ জন ও বিলোনিয়া মহকুমাতে পাঁচ জন। আরো বাড়তে পারে। যদিও বা এখনো রিপোর্ট সংগ্ৰহের কাজ চলছে। এছাড়া বাড়িঘর ধ্বংস, অঙ্গনওয়াড়ি, স্কুল ব্লিডিং, কৃষিজমি, ফিসারি ফার্ম, বিদ্যুৎ ব্যাবস্থা, জল সরবরাহ ব্যবস্থা সহ যোগাযোগ ব্যাবস্থারও ক্ষতির প্রাথমিক পরিসংখ্যান তুলে ধরেন। মহকুমার বিভিন্ন আরডি ব্লকের আধিকারিকরা তথ্য সংগ্ৰহ করছেন।

You might also like!