Tripura

1 week ago

Agriculture Minister Shobhandev Chatterjee:বন্যায় শস্যহানি, এক লাখ কৃষকদের শস্য বীমার আওতায় আনা হবে : কৃষি মন্ত্রী

Agriculture Minister Shobhandev Chatterjee
Agriculture Minister Shobhandev Chatterjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  একটানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের একাধিক জেলা বানভাসি। সংশ্লিষ্ট এলাকা জলমগ্ন ও তার উপর জলাধার থেকে ছাড়া বিপুল জলরাশি। এই সাঁড়াশি আক্রমণে কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি। পরিস্থিতি সামাল দিতে গিয়ে রাজ্য কৃষি দফতরের মাথায় হাত। চলতি মাসের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ছিল শেষ মেয়াদ। সময়সীমা বাড়িয়ে তোলা হবে কিনা তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয় নি। তবে, ওই সময়ের মধ্যেই আবেদন জানানোর নির্দেশও সরকারের তরফেও দেওয়া হয়েছিল। এ পর্যন্ত ৩০ হাজার কৃষকের আবেদন জমা পড়েছে। ।

উল্লেখ্য, গতবছর রাজ্যের ৭৫ হাজার কৃষককে এই শস্যবিমার সুফল দেওয়া সম্ভবপর হয়েছিল বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এ প্রসঙ্গে তিনি আরও বলেন চলতি বছরে এক লাখ কৃষককে শস্যবিমার আওতায় আনা হবে। সেই লক্ষ্যে কাজ চলছে। যদিও হাতে অল্প সময় রয়েছে। বন্যা কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে বিশেষ শিবির ও খোলা এই মুহূর্তে অসম্ভব। বন্যা পীড়িত এলাকায় ওই কাজ এগিয়ে নিয়ে যেতে সংশ্লিষ্ট জেলাশাসকদের সহযোগিতা চেয়েছে রাজ্য কৃষি দফতর।

You might also like!