Tripura

1 week ago

Dr. Manik Saha:বিজেপি সাধারণ মানুষ ও দেশের কল্যাণে নিবেদিত একটি দল : মুখ্যমন্ত্রী

Dr. Manik Saha
Dr. Manik Saha

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  বিজেপি সাধারণ মানুষ এবং দেশের কল্যাণে নিবেদিত একটি দল।  মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা একথা বলেছেন। মূলত: বিজেপি এসটি মোর্চা দ্বারা আয়োজিত আগরতলার শান্তিপাড়ায় স্বচ্ছ ভারত অভিযান এবং সদস্যতা অভিযানে অংশ নিয়ে ডাঃ সাহা একথা বলেন।

মুখ্যমন্ত্রী আরও বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে, আমরা স্বচ্ছ ভারত অভিযান পরিচালনা করছি। ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উদযাপনের দিন থেকে শুরু হয়েছে এবং ২ অক্টোবর পর্যন্ত চলবে। রাজ্য জুড়ে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিজেপি দল সর্বদা 'সেবা হি ধর্ম'-এর উপর জোর দিয়েছে এবং এই কথা মাথায় রেখে আমরা জনগণ ও দেশের জন্য কাজ করছি।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসটি মোর্চার সভাপতি ও প্রাক্তন বিধায়ক পরিমল দেববর্মা, সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, কর্পোরেটর রত্না দত্ত প্রমুখ।

You might also like!