Tripura

1 month ago

Assembly Constituency MLA Bhagwan Das:গ্রাম এগিয়ে গেলে ক্রমান্বয়ে শহর ও সর্বোপরি একটি দেশ সমৃদ্ধশালী হতে পারে : বিধায়ক ভগবান

Assembly Constituency MLA Bhagwan Das
Assembly Constituency MLA Bhagwan Das

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ত্রিপুরায় ভোট প্রচার প্রায় শেষ লগ্নে। নির্বাচনের প্রচারের অন্তিম পর্যায়ে শক্তির জানান দিতে ব্যাপক তৎপর শাসক দল বিজেপি। নির্বাচনী সরব প্রচার শেষের একদিন আগে সোমবার কুমারঘাট ব্লকের অধীন উজান দুধপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সভা করল শাসক দল বিজেপি।

আগামী আট আগস্ট অনুষ্ঠেয় নির্বাচনে দলীয় প্রার্থীদের জয়ী করার বার্তা নিয়ে হয় সভা। এই সভায় উপস্থিত ছিলেন দলের প্রদেশ সাধারণ সম্পাদক তথা পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান দাস, স্থানীয় বুথ সভাপতি প্রদীপ দেব সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা।

সভায় বক্তব্য পেশ করতে গিয়ে বিধায়ক ভগবান দাস বলেন, একটি গ্রামের উন্নয়ন হলেই গ্রামবাসীদের উন্নয়ন সম্ভব। আর গ্রাম এগিয়ে গেলে ক্রমান্বয়ে শহর ও সর্বোপরি একটি দেশ সমৃদ্ধশালী হতে পারে। তিনি আরও বলেন দেশকে উন্নয়নের শিখরে পৌঁছে দিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী। তাই আসন্ন নির্বাচনে বিজেপি প্রার্থীদের জয়ী করে গ্রাম তথা রাজ্য এমন-কি দেশের উন্নয়ন সুদৃঢ় করতে জোরালো বার্তা দেন বিধায়ক ভগবান দাস।

You might also like!