দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কিছুদিন আগেই ভিভো তাদের ওয়াই সিরিজের নতুন দুই ফোন Vivo Y100 এবং Vivo Y100a ভারতে লঞ্চ করে।কালার চেঞ্জিং রিয়ার ব্যাক প্যানেল সহ আসা ডিভাইসগুলি এখন কম দামে কেনার সুযোগ রয়েছে। এদের উপর ফ্লাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। পাশাপাশি পাওয়া যাচ্ছে নানা ব্যাংক অফারও।
Vivo Y100 এবং Vivo Y100a-এর দাম ও অফার
ভিভো ওয়াই১০০-এর ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি এখন ২৪,৯৯৯ টাকার পরিবর্তে পাওয়া যাচ্ছে ২৩,৯৯৯ টাকায়। একই সময়ে, ভিভো ওয়াই১০০a-এর ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৬,৯৯৯ টাকা, যা এখন বিক্রি হচ্ছে ২৫,৯৯৯ টাকায়।
এছাড়া কোম্পানি আইসিআইসিআই ব্যাঙ্ক, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, এসবিআই ব্যাঙ্ক, ফেডারাল ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক, ইন্ডাসইন্ড এবং বিওবি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই নিলে 2,000 টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পর্যন্ত পাওয়া যাচ্ছে।
Vivo Y100 এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: Vivo Y100 ফোনটিতে 6.38 ইঞ্চির ফুল এইচডি+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে।
প্রসেসর: এই ফোনটি Mediatek Dimensity 900 প্রসেসরে রান করে।
স্টোরেজ: ফোনটিতে 8GB RAM এর সঙ্গে 128GB এবং 256GB স্টোরেজ রয়েছে।
ক্যামেরা: Vivo Y100 ফোনে 64MP (OIS) প্রাইমারি সেন্সরের সঙ্গে দুটি 2MP ক্যামেরা লেন্স রয়েছে। সেলফির জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 44W ফাস্ট চার্জিং সাপোর্টেড 4500mAh ব্যাটারি রয়েছে।
ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং Funtouch OS 13 এ কাজ করে।
Vivo Y100A এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: Vivo Y100A ফোনটিতে 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.38 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে রয়েছে।
প্রসেসর: এই ফোনে Qualcomm Snapdragon 695 চিপসেট যোগ করা হয়েছে।
স্টোরেজ: ফোনটিতে 8GB RAM + 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
ব্যাটারি: Vivo Y100A ফোনে 44W ফাস্ট চার্জিং ফিচারযুক্ত 4,500 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
ক্যামেরা: এতে 64MP প্রাইমারি সেন্সর সহ দুটি 2MP লেন্স রয়েছে। সেলফির জন্য এই ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং Funtouch OS 13 এ রান করে।