Technology

1 week ago

Redmi কোম্পানী নিয়ে এলো 43 ইঞ্চি এবং 55 ইঞ্চির দুটি স্মার্ট টিভি

Redmi Smart Fire TV 4K
Redmi Smart Fire TV 4K

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-সম্প্রতি Xiaomi তাদের Xiaomi X Pro QLED এবং Smart TV X 2024 লঞ্চের পর, এবার কোম্পানির ভারতীয় বাজারে তাদের Redmi Smart Fire TV 4K স্মার্ট টিভি পেশ করেছে। কম বাজেট রেঞ্জে স্মার্ট টিভি দুটি আলাদা আলাদা সাইজে লঞ্চ করা হয়েছে। এই স্মার্ট টিভিতে বেজাল-লেস ডিজাইন সহ 60Hz রিফ্রেশ রেট, 4K HDR ডিসপ্লে, MEMC ফিচার, ডুয়েল-ব্যান্ড ওয়াইফাই, AirPlay 2 এবং বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi Smart Fire TV 4K সিরিজের দাম, ফিচার এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে।

Redmi Smart Fire TV 4K সিরিজের দাম এবং সেল ডিটেইলস

Redmi Smart Fire TV 4K সিরিজের স্মার্ট ফায়ার টিভি 4K সিরিজের দুটি মডেল 43-ইঞ্চির এবং 55-ইঞ্চির রয়েছে। এর দাম যথাক্রমে 24,999 টাকা এবং 35,999 টাকা রাখা হয়েছে।

ICICI ব্যাঙ্ক পক্ষ থেকে এই স্মার্ট টিভিতে 1,500 টাকা ডিসকাউন্টের পর 23,499 টাকা এবং 34,499 টাকা দামে সেল করা হবে।

18 সেপ্টেম্বর কোম্পানির অফিসিয়াল সাইটে এবং ফ্লিপকার্টের মাধ্যমে এই টিভি সেল করা হবে।

Redmi Smart Fire TV 4K সিরিজের স্পেসিফিকেশন এবং ফিচার

Redmi Smart Fire TV 4K সিরিজে 4K HDR সহ বেজাল-লেস ডিজাইন সহ শার্প ইমেজ, দুর্দান্ত কন্ট্রাস্ট এবং উজ্জ্বল কালারের ইমারসিভ ভিউইং অভিজ্ঞতা উপভোগ করা যাবে। এরই মাঝে MEMC ফিচারের মাধ্যমে ঝাপসা হওয়া থেকে সুরক্ষা দেয় এবং দ্রুত গতি সহ দৃশ্যগুলিকে স্মুথ দেখাতে সাহায্য করে।

তবে 43-ইঞ্চির ভেরিয়েন্টে 24W স্পিকার, 55-ইঞ্চির মডেলে শক্তিশালী অডিও আউটপুটের জন্য 30W স্পিকার সিস্টেম প্যাক রয়েছে। সম্প্রতি লঞ্চ হওয়া Redmi Smart Fire TV 4K সিরিজে ডলবি অডিও, DTS-HD এবং DTS ভার্চুয়াল X 3D সাউন্ড ইফেক্টিভ দেওয়া হয়েছে।

Redmi Smart Fire TV 4K সিরিজে 64-বিট কোয়ার্ড-কোর প্রসেসর সহ 2GB RAM এবং 8GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এই স্মার্ট ফায়ার টিভি OS 7 সহ কাজ করে এবং ইউজাররা অ্যাপ স্টোরের মাধ্যমে 12,000 টার বেশি অ্যাপ্লিকেশন ব্যাবহারের সুবিধা পেতে পারবেন। এতে অ্যালেক্সা ভয়েস রিমোট রয়েছে।

Redmi Smart Fire TV তে ব্লুটুথ v5.0 কানেক্টিভিটি সহ ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, মিরাকাস্ট এবং এয়ারপ্লে 2 সাপোর্ট করে। এই স্মার্ট টিভিতে PiP (পিকচার-ইন-পিকচার) মোড ও রয়েছে। এই তিনটি HDMI 2.1 পোর্ট এবং দুটি USB পোর্ট সহ অন্যান্য পোর্ট যোগ করা হয়েছে।

You might also like!