Technology

5 days ago

Realme Gt 7 Pro: ভারতে শীঘ্রই আসছে Realme Gt 7 Pro!জেনে নিন AI ফিচার সহ এই ফোনের ডিটেইলস

Realme Gt 7 Pro
Realme Gt 7 Pro

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- রিয়েলমি কোম্পানি সম্প্রতি ঘোষণা করেছে যে Realme GT 7 Pro ভারতে লঞ্চ করা প্রথম এমন ফোন হতে পারে যা লেটেস্ট Snapdragon 8 Elite চিপসেট সহ আসবে। এটি ব্র্যান্ডের জন্য একটি বড় মাইলস্টোন হতে পারে কারণ এটি ভারতীয় গ্রাহকদের কাছে কোয়ালকম এর লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর নিয়ে আসবে। তবে সঠিক লঞ্চের তারিখ এখনও প্রকাশ করা হয়েনি। কোম্পানি জানিয়েছে যে আপকামিং ফোনটি Amazon সাইট থেকে বিক্রি করা হবে।

আগামী 4 নভেম্বর Realme GT 7 Pro স্মার্টফোনটি চীনে লঞ্চ করা হবে। এর কিছু দিনের মধ্যেই ফোনটি ভারতীয় বাজারেও পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট লঞ্চ ডেট ঘোষণা করা হয়নি, তবে রিয়েলমি নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ফোনটি ভারতীয় বাজারে লঞ্চ করতে পারে বলে আশা করা হচ্ছে। যখনি কোম্পানির পক্ষ থেকে Realme GT 7 Pro ফোনের ভারতের লঞ্চ ডেট জানানো হবে, আমরা সেইদিন পাঠকদের আপডেট করে দেব।

Realme GT 7 Pro এর স্পেসিফিকেশন

ডিজাইন

Realme GT 7 Pro স্মার্টফোনটি স্লেপিং সাইডস সহ মাইক্রো-কোয়াড-কার্ভ ডিজাইনে তৈরি করা হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফ্রন্ট প্যানেলে Samsung এর Eco OLED Plus প্যানেল ব্যাবহার করা হয়েছে এবং ব্যাক প্যানেলটি মাল্টি-লেয়ার hot-forging AG প্রসেসরের মাধ্যমে তৈরি করা হয়েছে। এই ফিচারের কারণে ফোনটি তাপমাত্রা এবং চাপ সহ্য করতে সক্ষম হবে।

ডিসপ্লে

Realme GT 7 Pro ফোনটিতে 6.7 ইঞ্চির 8T LTPO 1.5K স্ক্রিন দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই স্ক্রিনে 6000nits লোকাল পীক ব্রাইটনেস এবং 120% DCI-P3 color gamut সাপোর্ট করে। এখনও পর্যন্ত কোনো স্মার্টফোন এই কালার গামুট সহ লঞ্চ করা হয়নি। ফোনটিতে থাকা স্যামসাঙের ওএলইডি প্যানেলে শুধুমাত্র 1fps low-flicker রেট সাপোর্ট করবে, ফলে দুর্দান্ত এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। একইভাবে ফোনটিতে কোয়ালকম আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে।

প্রসেসর

Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর ভারতের প্রথম Realme GT 7 Pro স্মার্টফোন হতে চলেছে। এটি 3ন্যানোমিটার ফ্যাব্রিকেশন এবং Orion CPU আর্কিটেকচার দিয়ে তৈরি চিপসেট, এতে Adreno GPU এবং Hexagon NPU রয়েছে। এই 8-কোর প্রসেসরটি 4.32GHz ক্লক স্পীডে কাজ করে এবং এর ফলে ফোনের 45% পর্যন্ত পারফরমেন্স বাড়াতে পারে। এই চিপসেটটি 24GB LPDDR5x RAM এবং UFS 4.0 স্টোরেজ সাপোর্ট করে। এতে Wi-Fi 7, Snapdragon X80 5G মডেম-আরএফ সিস্টেম এবং নেটওয়ার্ক ক্ষমতা বাড়ানোর জন্য FastConnect 7900ও রয়েছে।

স্টোরেজ

Realme GT 7 Pro ফোনটিতে শক্তিশালী প্রসেসর সহ দুর্দান্ত RAM ও দেওয়া হবে। এই রিয়েলমি ফোনটিতে 16GB RAM সহ LPDDR5x RAM ফিচার সাপোর্ট করবে। এর ফলে খুব সহজেই মাল্টি টাস্কিং করা যাবে। ফোনটির টপ মডেলে 1TB পর্যন্ত স্টোরেজ এবং UFS 4.0 storage ফিচার দেওয়া হবে। ভারতীয় বাজার হিসেবে ফোনটির বেস ভেরিয়েন্ট 12GB RAM এবং 256GB স্টোরেজ সহ লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

কোম্পানির পক্ষ থেকে Realme GT 7 Pro ফোনটি ‘AI powerhouse’ হবে বলে জানানো হয়েছে। এই ফোনটি realme UI 6.0 এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার সহ লঞ্চ করা হবে। এই ফোনটিতে শক্তিশালী এআই এফিসিয়েন্সি থাকবে এবং AI Sketch to Image, AI Motion Deblur, AI Game Super Resolution এবং AI Telephoto Ultra Clarity এর মতো বিভিন্ন এআই ফিচার পাওয়া যাবে। এতে ইমেজ এডিটিং, স্কেচ ম্যাকিং এবং মোবাইল গেমিং খুব সহজেই উপভোগ করা যাবে।

ক্যামেরা

Realme GT 7 Pro ফোনটি ট্রিপল HyperImage+ রেয়ার ক্যামেরা সিস্টেম সহ লঞ্চ হবে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে ফোনটিতে এফ/1.8 অ্যাপারচার 50MP Sony IMX882 telephoto সেন্সর সহ periscope লেন্স দেওয়া হবে। এই ফোনটিতে এআই টেলিফটো আল্ট্রা ক্লেয়ারিটি ফিচার সহ 60X Zoom এর মাধ্যমে সম্পূর্ণ পরিষ্কারভাবে ছবি তোলা যাবে। একইভাবে ফোনটিতে 3x optical জুম এবং 120x digital জুম সাপোর্ট করবে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Realme GT 7 Pro স্মার্টফোনটিতে শক্তিশালী 6,500mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। এটি সিলিকন কার্বন ইলেক্ট্রোড ব্যাটারি হবে, এই সাধারণত ফোন থাকা লিথিয়ন আয়ন ব্যাটারির তুলনায় বেশি ভালো হবে। এটি কারেন্ট কন্ট্রোল করে, ফাস্ট চার্জ করে, বেশি ব্যাকআপ দেয় এবং দীর্ঘ ব্যাটারি লাইফ পাওয়া যায়। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 120W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট দেওয়া হতে পারে।

Realme GT 7 Pro এর দাম

কোম্পানির এখনও পর্যন্ত লঞ্চ হওয়া ফোনগুলির মধ্যে Realme GT 7 Pro স্মার্টফোনটি শক্তিশালী এবং ফাস্ট হতে চলেছে। এই ফ্ল্যাগশিপ ফোনটিকে 60 হাজার টাকা রেঞ্জে লঞ্চ করা হতে পারে। আমাদের ধারনা অনুযায়ী realme GT 7 Pro স্মার্টফোনের 12GB স্টোরেজ অপশনের দাম প্রায় 55,000 টাকা এবং 16GB RAM মডেলের দাম 65,000 টাকার বেশি রাখা হতে পারে।

You might also like!