দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শাওমি (Xiaomi)-এর সাব-ব্র্যান্ড রেডমি সম্প্রতি চীনে Redmi Note 13 5G সিরিজ লঞ্চ করেছিল। সিরিজটি Redmi Note 13 5G, Note 13 Pro 5G এবং Note 13 Pro+ 5G নামে তিনটি মডেল বাজারে এনেছে। এখন। এখন চীনে নোট থার্টিন লাইনআপে Redmi Note 13R বলে আরেকটি ফোন যুক্ত হতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে। আবার আপকামিং এই ফোনটি ভারতে Poco X6 Neo হিসেবে লঞ্চ হবে বলে সূত্রের তরফে দাবি করা হয়েছে।
POCO X6 Pro 5G এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: POCO X6 Pro 5G ফোনে 6.67-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 1.5K রেজলিউশন, 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করবে এবং কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস দিয়ে সুরক্ষিত করা হতে পারে।
প্রসেসর: POCO X6 Pro 5G ফোনটিতে শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s জেন 2 চিপসেট যোগ করা হতে পারে। এছাড়া গ্রাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 740 জিপিইউ থাকতে পারে।
স্টোরেজ: এই ফোনে 16GB পর্যন্ত LPDDR4X RAM + 512GB UFS 2.2 স্টোরেজ দেওয়া হতে পারে।
ক্যামেরা: এতে LED ফ্ল্যাশ সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই সেটআপে 200MP প্রাইমারি HP3 সেন্সর, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স যোগ করা হতে পারে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে শোনা যাচ্ছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য POCO X6 Pro 5G ফোনে 67W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,100mAh ব্যাটারি থাকতে পারে।
অন্যান্য: এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ 5.2, ওয়াইফাই 5, ডুয়েল সিমের মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার থাকবে।