Technology

2 weeks ago

Oppo-র নয়া চমক, 50MP সেলফি ক্যামেরা, স্পেশাল Harry Potter Edition,জেনে নিন ফিচার ডিটেইলস

OPPO Reno 12F Harry Potter Edition
OPPO Reno 12F Harry Potter Edition

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত মাসে ওপ্পো মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট সহ ওপ্পো রেনো ১২এফ ৫জি স্মার্টফোনটি উন্মোচন করেছে। এই ফোনটির একটি ৪জি সংস্করণও রয়েছে বলে জানা গেছে। ডিভাইসটিকে এখন কোম্পানির গ্লোবাল ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে। যদিও ওপ্পো রেনো ১২এফ ৪জি ফোনের দাম এখনও জানা যায়নি, তবে অফিসিয়াল লিস্টিং এটির সম্পর্কে প্রায় সব তথ্যই প্রকাশ করেছে। আসুন এগুলি দেখে নেওয়া যাক।

OPPO ফোনটি Harry Potter-Inspired Design এর তৈরি করা হয়েছে। এই ফোনের প্যাঙ্কিং অনেকটাই ইউনিক এবং কোনো তন্ত্র-মন্ত্রের বইয়ের মতো রয়েছে। ফোনের বক্সের মধ্যে একটি জাদুর কাঠির মতো স্টাইলাস পেন রয়েছে, এর সঙ্গে একটি প্রোটেকটিভ কেস, একটি Golden Snitch keychain এবং Deathly Hallows মতো লুকের একটি SIM ejector পিন দেওয়া হয়েছে। এছাড়াও সবচেয়ে বড় কথা এই ফোনে Harry Potter Personalization Theme এবং বক্সের সঙ্গে Hogwarts লেদার যোগ করা হয়েছে।

স্পেনে লঞ্চ হওয়া OPPO Reno 12F Harry Potter Edition ফোনটিতে 12GB RAM + 256GB স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটি ভারতীয় টাকা অনুযায়ী 35,500 টাকা দাম রাখা হয়েছে। যেসব ইউজাররা এই এডিশনের জন্য অপেক্ষা করছেন তাঁরা কিছুটা হতাশ হতে পারেন, কারণ OPPO Reno 12F Harry Potter Edition ফোনটির ভারতীয় লঞ্চ সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। এই ফোনটি ভারতীয় বাজারে লঞ্চ করা হবে না বলে মনে করা হচ্ছে।

OPPO Reno 12F Harry Potter Edition এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: OPPO Reno 12F Harry Potter Edition ফোনের 2400 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 2100nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

প্রসেসর: OPPO Reno 12F 5G Harry Potter Edition ফোন অ্যান্ড্রয়েড 14 এবং ColorOS 14.1 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনটিতে 2.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।

স্টোরেজ: গ্লোবাল বাজারে ফোনটি 12GB RAM এবং 256GB স্টোরেজ সহ পেশ করা হয়েছে। এই ফোনে 12GB RAM Expansion ফিচার রয়েছে, যা ফিজিক্যাল এবং ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 24GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনটিতে LPDDR4x RAM এবং UFS 2.2 স্টোরেজ ফিচার দেওয়া হয়েছে।

ব্যাক ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Oppo Reno 12F Harry Potter Edition ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এফ/1.8 অ্যাপারচারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর, 8MP Ultra-wide অ্যাঙ্গেল লেন্স এবং 2MP Macro সেন্সর দেওয়া হয়েছে।

ফ্রন্ট ক্যামেরা: একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য Oppo Reno 12F Harry Potter Edition ফোনটিতে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এটি 5P লেন্স এফ/2.4 অ্যাপারচারযুক্ত এবং 90° FOV সাপোর্ট করে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Oppo Reno 12F Harry Potter Edition ফোনটিতে 45W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য ফিচার: এই ওপ্পো ফোনে AI LinkBoost, AI Eraser, AI Studio এবং AI Smart Image Matting 2.0 মতো ওপ্পো এআই ফিচার যোগ করা হয়েছে। এই ফোনে IP64 রেটিং এবং এতে 300% আল্ট্রা ভলিউম মোডযুক্ত Dual Stereo Speakers দেওয়া হয়েছে।


You might also like!