Technology

10 months ago

Whatsapp New Feature: হোয়াটসঅ্য়াপে নয়া ফিচার, 'ক্লাবহাউসের' মতো ভয়েস চ্যাটের সুবিধা

New feature on WhatsApp
New feature on WhatsApp

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিশ্বের সব থেকে জনপ্রিয় চ্যাটিং মাধ্যম হোয়াটসঅ্যাপে (Whatsapp) এল নয়া ফিচার। এবার মেটার এই প্ল্যাটফর্মটিতে যুক্ত হতে চলেছে ভয়েস চ্যাট অপশন। যার মাধ্যমে গ্রুপ কল করার ক্ষেত্রে সুবিধা পাবেন ব্যবহারকারীরা।

নতুন এই ফিচার প্রতিটি গ্রুপে সকলের জন্য উপলব্ধ থাকবে। এর ফলে ভয়েস চ্যাট শুরু করার সময় প্রত্যেকের কাছে নোটিফিকেশন যাবে। এবং সেখান থেকে গ্রুপ সদস্যরা চাইলে ওই চ্যাটে ঢুকে কথা বলতে পারবেন। গ্রুপ কলের ক্ষেত্রে সবার কাছেই ফোন রিং হয়। কিন্তু ভয়েস চ্যাটের ক্ষেত্রে কোনও রিং হবে না। শুধুই নোটিফিকেশন পৌঁছবে।

নয়া এই ফিচার সম্পর্কে জানিয়েছে হোয়াটসঅ্য়াপ বেটা ইনফো। তাদের তরফে জানানো হয়েছে এই ফিচারটি ডেভেলপ করা হচ্ছে। ইতিমধ্যে বিটা ভার্সনের ব্যবহারকারীদের কাছে পৌঁছে গেছে ফিচারটি। ধীরে ধীরে সব ব্যবহারকারীরা এই ফিচারটির সুবিধা পাবেন।

You might also like!