Technology

2 weeks ago

Mobile burst: এই কারণে ফেটে যেতে পারে আপনার প্রিয় স্মার্টফোন, সুরক্ষিত থাকবেন কীভাবে?

Mobile burst
Mobile burst

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মাঝে মধ্যেই স্মার্টফোন ফেটে যাওয়ার ঘটনা ঘটে। বিরাট বড় দুর্ঘটনা না ঘটলেও কমবেশি অনেকেই আহত হন। কিন্তু একটু সচেতন থাকলেই এই বিপদ থেকে এড়ানো সম্ভব। তবে প্রথমেই জেনে নিন কী কারণে ফোন ফাটে? মূলত ব্যাটারির তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি হলেই ফোন ফাটতে পারে।

প্রতিটি মোবাইল ফোনেই থাকে একটি বিশেষ সার্কিট। মূলত মাদারবোর্ডের উপর বিশেষভাবে ওই সার্কিট তৈরি করা থাকে। এরপর কোনও কারণে ওই সার্কিটে সমস্যা তৈরি হলে ফোনের ব্যাটারির তাপমাত্রা বাড়তে শুরু করে। এবং ফোন বার্স্ট করে।

এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ব্যাটারি হেল্থ চেক করা প্রয়োজন।

প্রয়োজনে থার্ড পার্টি কোনও অ্য়াপ ডাউনলোড করতে পারেন। এছাড়াও ফোন যদি অতিরিক্ত গরম হয় এবং স্বাভাবিকের তুলনায় ব্যাটারি দ্রুত শেষ হলে সতর্ক হতে হবে। প্রয়োজনে সার্ভিস করা প্রয়োজন।


You might also like!