Technology

1 week ago

LG AI TV: হাই এন্ড স্পেশিফিকেশনের AI স্মার্টটিভি লঞ্চ করল LG, সুবিধা রয়েছে অত্যাধুনিক ফিচারের

LG AI TV
LG AI TV

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃঅত্যাধুনিক প্রযুক্তির AI স্মার্টটিভি লঞ্চ করল দক্ষিণ কোরিয়ার বৃহত্তম ইলেকট্রনিক্স জায়ান্ট LG। মোট ৫৫টি মডেলের ওই স্মার্ট টিভি লঞ্চ করা হয়েছে। যার মধ্যে সর্বনিম্ন টিভির ডিসপ্লে ৪৩ ইঞ্চির এবং সর্ববৃহৎ ডিসপ্লেটি ৯৭ ইঞ্চির। যা বিশ্বের সর্ববৃহৎ OLED ডিসপ্লে বলে দাবি করেছে সংস্থাটি। বিল্ট ইন স্পিকার সহ 11.1.2 সাররাউন্ডেড সাউন্ড দেওয়া হয়েছে ওই টিভিতে।

এছাড়াও LG OLED TV-তে দেওয়া হয়েছে 4K ডিসপ্লে এবং 144Hz রিফ্রেস রেট। NVIDIA এবং AMD সার্টিফিকেশনও রয়েছে। পাশাপাশি গেম অপটিমাইজার ফিচার দেওয়া হয়েছে ওই টিভিতে।

তবে টিভির যে দাম রাখা হয়েছে তা অনেকটাই মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে। ৫৫ ইঞ্চির টিভির দাম শুরু হচ্ছে ২ লাখ ৩৯ হাজার ৯৯০ টাকা। এবং ৯৭ ইঞ্চি টিভির দাম রাখা হয়েছে ২০ লাখ ৪৯ হাজার ৯৯০ টাকা।

নতুন এই AI টিভিগুলিতে বিল্ট-ইন Apple Air play এবং Google Chromecast এর সুবিধা রয়েছে।


You might also like!