দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ Reliance Jio সম্প্রতি ভারতে তাদের 4G ফিচার ফোন হিসাবে Jio Phone Prima 4G লঞ্চ করেছিল। এই কীপ্যাড ফোনটি মাত্র 2,599 টাকা দামে পেশ করা হয়েছে এবং এই ফোনে 4G কানেক্টিভিটি উপভোগ করা যায়। মাসে মাত্র 125 টাকা পেমেন্ট করে এই ফোনটি কেনা যাবে। এত কম দামে কি করে পাওয়া যাবে এই ফোনটি? নিশ্চয় জানতে ইচ্ছা করছে? এই বিষয়ে নিচে বিস্তারিত জানানো হল।
JioPhone Prima 4G ফোন ফিচার
এই ফোনটিতে একটি ৩২০ পিক্সেল বা ২৪০ পিক্সেল রেজোলিউশন সমর্থিত TFT ডিসপ্লে রয়েছে।
ব্যবহারকারীরা এই ফোনটি তাদের পছন্দের ভাষায় ব্যবহার করতে পারেন কারণ। এই ফোনে ২৩টি ভাষা সাপোর্ট করবে।
পাওয়ার ব্যাকআপের জন্য, এই ফোনে ১৮০০এমএএইচ-এর ব্যাটারি দেওয়া হয়েছে।
এই ফোনের ফ্রন্ট প্যানেলে একটি ০.৩ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর রয়েছে।
গতি এবং মাল্টিটাস্কিংয়ের জন্য এতে যুক্ত করা হয়েছে ARM Cortex A53 চিপসেট।
এই ফোনে এর স্টোরেজ ১২৮জিবি পর্যন্ত বাড়ানোর সুবিধা রয়েছে।
এই ফোনে 3.5mm হেডফোন জ্যাক এবং FM রেডিওর মতো ফিচারও রয়েছে।
কানেক্টিভিটি ফিচার হিসেবে এতে ব্লুটুথ ৫.৩ ভার্সন সাপোর্ট করবে।
এই ফোনে Youtube, WhatsApp, Jio TV, Jio Cinema, Jio Saavn, Jio Pay UPI, LED Torch, Digital Camera ইত্যাদি অ্যাপ সাপোর্ট করবে।