Technology

3 weeks ago

Vivo Watch 3 ই-সিম সাপোর্ট , দাম ও ফিচার দেখে নিন

Vivo Watch 3
Vivo Watch 3

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আগামী ২২ ডিসেম্বর চিনে লঞ্চ হবে ভিভো ওয়াচ ২। ইতিমধ্যেই এই স্মার্টওয়াচ লঞ্চের দিনক্ষণ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছেন ভিভো কর্তৃপক্ষ। এবার আনুষ্ঠানিক লঞ্চের আগে ভিভো ওয়াচ ২- এর সম্ভাব্য দাম এবং প্রথম লুক প্রকাশ্যে এসেছে। বলা হচ্ছে, এটাই ভিভো ওয়াইচ ২- এর প্রথম অফিশিয়াল লুকের ছবি। এই ছবি থেকে বোঝা গিয়েছে যে, ভিভো ওয়াচ ২- তে থাকবে একটি গোলাকার বা সার্কুলার ডায়াল। এছাড়াও প্রকাশ্যে আসা ভিভো ওয়াচ ২- এর প্রথম অফিশিয়াল ছবি থেকে জানা গিয়েছে এই স্মার্টওয়াচের অন্যান্য সম্ভাব্য ডিজাইন এবং স্পেসিফিকেশন। এর পাশাপাশি শোনা যাচ্ছে যে, ভিভো ওয়াচ ২- তে একবার চার্জ দিলে সাতদিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে। এছাড়াও এই স্মার্টওয়াচে ইন্ডিপেন্ডেন্ট কমিউনিকেশন থাকতে পারে। এর অর্থ হল ভিভো ওয়াই ২- তে ই-সিম সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।

Vivo Watch 3 এর দাম

Vivo Watch 3 দুটি কানেক্টিভিটি ভ্যারিয়েন্টের সাথে এসেছে। যার মধ্যে লেদার স্ট্র্যাপ যুক্ত ই-সিম সংস্করণের দাম ১,৩৯৯ ইউয়ান (প্রায় ১৫,৯০০ টাকা) থেকে শুরু হচ্ছে। এই একই ভ্যারিয়েন্টের রাবার স্ট্র্যাপ যুক্ত মডেলের দাম রাখা হয়েছে ১,২৯৯ ইউয়ান (প্রায় ১৪,৯০০ টাকা)। অন্যদিকে লেদার এবং রাবার স্ট্র্যাপ সহ আসা ব্লুটুথ সংস্করণের দাম থাকছে যথাক্রমে ১,১৯৯ ইউয়ান (প্রায় ১৩,৭০০ টাকা) ও ১,০৯৯ ইউয়ান (প্রায় ১২,৫০০ টাকা)। এটি – চেন ইয়েহেই, মুনলাইট হোয়াইট, স্টারলাইট এবং ব্রাইট মুন কালারে উপলব্ধ।

Vivo Watch 3 এর ফিচার

ভিভো ওয়াচ ৩ ওয়্যারেবলটি পূর্বসূরীর তুলনায় আরও পাতলা। ইন্টারফেস এবং অন্যান্য ফাংশন নিয়ন্ত্রণ করার জন্য এর উপরের দিকে স্টেইনলেস স্টিলের একটি ঘূর্ণায়মান চাকা এবং ডানদিকে নীচে একটি ফিজিক্যাল বাটন রয়েছে। এটি ১.৪৩-ইঞ্চির (৪৬৬x৪৬৬ পিক্সেল) ৩ডি কার্ভড গ্লাস সার্কুলার ডিসপ্লে প্যানেল সহ এসেছে। এই ডিসপ্লে ‘অলওয়েজ অন ডিসপ্লে’ (AOD) মোড সাপোর্ট করে।ভিভো ব্র্যান্ডিংয়ের এই ওয়্যারেবলটি একাধিক হেলথ এবং ফিটনেস ফিচার অফার করে। এতে – হার্ট-রেট মনিটর এবং ব্লাড অক্সিজেন বা SpO2 সেন্সর রয়েছে। এই ফিচারগুলি ব্যবহারকারীর দেহে অস্বাভাবিকতা সনাক্ত করার সঙ্গে সঙ্গেই অ্যালার্ট নোটিফিকেশন পাঠাবে। ডিভাইসটি – ঘুম, স্ট্রেস বা মানসিক চাপ এবং মাসিক চক্র ট্র্যাক করতেও সক্ষম। এতে কাস্টমাইজড ওয়ার্কআউট প্ল্যান সহ ১০০টিরও বেশি ওয়ার্কআউট মোড পাওয়া যাবে। আবার উচ্চ-মাত্রার নয়েজ সনাক্ত করতেও সক্ষম ভিভো ওয়াচ ৩।

এটি সংস্থার নিজস্ব রাস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভিত্তিক ব্লুওএস অপারেটিং সিস্টেমে রান করে। যার দরুন Vivo Watch 3, NFC কার-কী, ক্যামেরা নিয়ন্ত্রণ সহ আরও বহুবিধ কাজ করার অনুমতি দেবে ব্যবহারকারীকে। এটি ট্রু ওয়্যারলেস স্টেরিও (TWS) ইয়ারবাডের সাথে সামঞ্জস্যপূর্ণ। এই স্মার্টওয়াচ ব্যাঙ্ক কার্ডের তথ্য সংরক্ষণ করে রাখার বিকল্প প্রদান করে, যাতে ব্যবহারকারী এর মাধ্যমে সোয়াইপ করে পেমেন্ট করতে পারে। এক্ষেত্রে, এটি QR কোডও প্রদর্শন করে স্ক্রিনে। তদুপরি, ভিভোর এই নয়া স্মার্টওয়াচ হ্যান্ডস-ফ্রি ভয়েস কলিংয়ের জন্য ই-সিম সাপোর্ট করে। এতে ৬৪ এমবি র‍্যাম এবং ৪ জিবি স্টোরেজ মিলবে। Vivo Watch 3 পাওয়ার ব্যাকআপের জন্য ৫০৫ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ এসেছে, যা ফুল চার্জে ১৬ দিনের ব্যাটারি লাইফ অফার করবে বলে দাবি করা হয়েছে। এটি জল-প্রতিরোধী হওয়ায় ৫ মিটার পর্যন্ত গভীরতায় ডুবে থাকলেও নষ্ট হবে না।

You might also like!