দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃসামনেই ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে। ফলে, ফ্লাইটের ভাড়া, হোটেল ভাড়া নিয়ে খরচের খসড়া তৈরি করতে একাধিক ওয়েবসাইটে ঢুঁ মারছেন? এই সুযোগেই আপনার ব্যাঙ্ক অ্যাকানউন্টটি খালি করে দিতে পারে প্রতারকরা। কারণ একাধিক ওয়েবসাইটে হোটেল বুকিং স্ক্যামের (Hotel Booking Scam) শিকার হচ্ছেন গ্রাহকরা।
কী করবেন এই স্ক্যাম থেকে বাঁচতে?
হোটেলের খরচ - আপনার পছন্দের হোটেলের আনুমানিক খরচ যা তার থেকে অনেক বেশি পরিমাণে ছাড় দেখালে সতর্ক হওয়া প্রয়োজন।
ওয়েবসাইট - ইন্টারনেটের যুগে একই হোটেল বিভিন্ন ওয়েবসাইট থেকে বুকিং করা যায়। ফলে হোটেল বুকিংয়ের ক্ষেত্রে প্রতারণার শিকার হতে পারেন। কাজেই হোটেলের নিজস্ব ওয়েবসাইট কিংবা জনপ্রিয় সাইট থেকে বুকিং করা প্রয়োজন।
ভেরিফাইয়েড ওয়েবসাইট - জনপ্রিয় ওয়েবসাইট ছাড়াও যদি কোনও সাইটের ক্ষেত্রে কোনও বিশেষ অফার কিংবা বিশেষ কুপন ব্যবহারের সুযোগ পান সেক্ষেত্রে ওয়েবসাইটটি ভেরিফায়েড কি না তা যাচাই করে নিন।
হোটেলের রিভিউ - কোনও সাইট থেকে হোটেল বুকিংয়ের ক্ষেত্রে সব সময় রিভিউতে চোখ বুলিয়ে নিন। কারণ অনেক সময় রিভিউ দেখলে বোঝা যায় কেউ স্ক্যামের শিকার হয়েছেন কি না। হোটেলটি বিশ্বাসযোগ্য কি না।