দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বেশ কয়েক বছর পর কম দামের iPhone SE ফোনের পরবর্তী প্রজন্মের মডেল লঞ্চ করতে চলেছে Apple। চতুর্থ প্রজন্মের iPhone SE নিয়ে আসছে কুপার্টিনোর টেক জায়ান্টটি। সেই iPhone SE 4-এ থাকছে একাধিক আকর্ষণীয় ফিচার্স। তার মধ্যে উল্লেখযোগ্য হল, অ্যাকশন বাটন এবং USB-C পোর্ট, যা iPhone 15 Pro ফোনেও দেখা যাবে।
সম্প্রতি Unknownz21 নামের এক লিকস্টার Apple এর পরবর্তী কম দামি iPhone এর লুক ও ডিজ়াইন সহ একাধিক স্পেসিফিকেশনের কথা জানিয়েছেন। আবার MacRumors এর রিপোর্ট অনুযায়ী, iPhone SE 4 এর ডিজ়াইন অনেকটাই iPhone 14-র মতো হতে চলেছে। রিপোর্ট অনুযায়ী, iPhone SE 4-এ চার্জিংয়ের জন্য থাকছে একটি USB-C পোর্ট। পাশাপাশি এই কম দামি আইফোন দেওয়া হচ্ছে ফেস আইডি। এর আগে জানা গিয়েছিল, টাচ আইডি বাটন থাকতে পারে। কিন্তু তা হচ্ছে না। তার পরিবর্তে iPhone SE 4 ফোনটিতে থাকছে ফেস আইডি।
iPhone SE 4 ফোনে iPhone 14 Pro সিরিজের ফোনের মতো 48MP সিঙ্গেল রেয়ার ক্যামেরা থাকবে। একইরকম ডিজাইন ছাড়াও iPhone SE 4 ফোনটি iPhone 14 এর মিডনাইট ভেরিয়েন্টে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। তবে এই ফোনটি একাধিক কালার অপশনে সেল করা হতে পারে।
iPhone SE 4 ফোনে থাকবে iPhone 14 এর মতো ডিজাইন
কানাঘুষো যদি সত্যি হয় তবে iPhone SE 4 ফোনটি তেমনই হবে যেমন কোম্পানির ফ্যানরা চাইছিলেন।
MacRumors এর রিপোর্ট অনুযায়ী iPhone SE 4 ফোনের অন্যতম ফিচার হিসাবে এতে iPhone 14 এর মতো ডিজাইন থাকবে। অর্থাৎ এতে সুন্দর লউক এবং বড় স্ক্রিন দেওয়া হতে পারে।
আশা করা হচ্ছে এই ফোনে ফ্ল্যাট এজ দেখা যাবে। ফোনটির সাইজ অনেকটা iPhone 14 সিরিজের বেস মডেলের মতো হবে বলে শোনা যাচ্ছে।
iPhone SE 4 ফোনটিতে একটি টাচ আইডি বাটন থাকবে বলে কানাঘুষো চলছে। Apple তাদের এই ডিজাইন আপাতত ধরে রাখতে চাইছেই বলে মনে করা হচ্ছে এবং আগামী প্রজম্মের iPhone SE ফোনে অল স্ক্রিন ডিজাইন না থাকার সম্ভাবনাই বেশি। তবে iPhone SE 4 ফোনে iPhone 15 Pro মডেলের মতো USB-C পোর্ট এবং অ্যাকশন বাটন থাকবে। এই অ্যাকশন বাটন বিভিন্ন কাজে ব্যাবহার করা যায়।
iPhone SE 4 ফোনটি iPhone 14 এর থেকে প্রায় ছয় গ্রাম হালকা হবে বলে শোনা যাচ্ছে। iPhone 14 ফোনের ওজন 172 গ্রাম, অর্থাৎ SE মডেলের ওজন হবে 165 গ্রাম। iPhone 14 এর ডুয়েল ক্যামেরা সেটআপের বদলে iPhone SE 4 ফোনে সিঙ্গেল ক্যামেরা ওজন কমার বড় কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে।