দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের তৈরি করা ছবি ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে পোস্ট করলেই ধরে ফেলবে মেটা। মঙ্গলবার মেটার পক্ষ থেকে জানা গিয়েছে, ওই ছবিগুলির উপর অদৃশ্য মার্কার বসানো হবে।
মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রেসিডেন্ট নিক ক্লেগ একটি ব্লগ পোস্টে জানিয়েছেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডে অনেক ছবি আসল ছবির মতো লাগে। কিন্তু অনেক ক্ষেত্রেই তা AI প্ল্যাটফর্মে তৈরি করা ছবি থাকে। সেই সংক্রান্ত কন্টেন্টগুলি মার্ক করবে মেটা। গুগল,
মাইক্রোসফট, ওপেন AI, অ্যাডোব, মিডজার্নির মতো প্ল্যাটফর্মের কন্টেন্ট মেটায় পোস্ট করলে এবার মার্কিং করবে কর্তৃপক্ষ।ইতিমধ্যেই মেটার নিজস্ব AI টুলস ব্যবহার করা ছবি লেবেলিং করা শুরু করে সংস্থা। এবার অন্য প্ল্যাটফর্মে তৈরি AI ছবিগুলিও তাঁদের প্ল্যাটফর্মে পোস্ট করলে লেবেল করা হবে।