Odisha

2 weeks ago

Biggest Tax Drive:১০ দিন ধরে গোনা হয়েছিল টাকা!জানেন সবচেয়ে বড় আয়কর অভিযান কোনটি?

Biggest Tax Drive (Symbolic Picture)
Biggest Tax Drive (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বিগত কয়েক বছর আগেই পশ্চিমবঙ্গে বারংবার আয়কর হানার ঘটনা ঘটেছিল। রাজ্যের নেতা থেকে তাবড় তাবড় মন্ত্রীদের বাড়িতে প্রায়ই এসেছিলেন আয়কর দফতরের আধিকারিকরা। কখন ১০ কোটি, আবার কখন ১৫ কোটি আয়কর দফতরের আধিকারিকরা উদ্ধার করেছিলেন। সেই টাকার গুণতে মেশিনের সাহায্য নিয়েছিলেন আধিকারিকরা। তবে এমনই এক আয়কর হানায় টাকা গুণতে সময় লাগে ১০ দিন। 

 ২০২৩-এর ডিসেম্বরে ওড়িশার একটি ডিস্টিলারি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালিয়ে নগদ ৩৫২ কোটি টাকা উদ্ধার করেছিল ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। এটাই এখনও পর্যন্ত দেশের সবচেয়ে বড় অভিযান। ওড়িশার এই আয়কর অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন দু'জন। এসকে ঝা এবং গুরুপ্রীত সিং। এসকে ঝা-র কাঁধেই ছিল পুরো দায়িত্ব। তাঁর সহকারী ছিলেন গুরুপ্রীত।গত বছরের ৬ ডিসেম্বর ওড়িশার এই ডিস্টিলারি গ্রুপের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযান চালান তিনি। ১০ দিন ধরে চলেছিল আয়কর দফতরের এই তল্লাশি অভিযান। এই সময়ে নগদ ৩৫১.৮ কোটি টাকা উদ্ধার হয়। তৎকালীন সময়ে এই অভিযানকে 'যে কোন দেশীয় সংস্থার একক অভিযানে বাজেয়াপ্ত করা সবচেয়ে বৃহৎ পরিমাণ' বলে বর্ণনা করা হয়েছিল। নোট গোনার জন্য আনা হয়েছিল ৩ ডজন মেশিন।

 ভারতে আয়করের ১৬৫ বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই অভিযানের প্রধান পরিচালক এস কে ঝা এবং অতিরিক্ত পরিচালক গুরপ্রীত সিংয়ের নেতৃত্বাধীন পুরো দলকে 'সিবিডিটি সার্টিফিকেট অফ এক্সিলেন্স' দিয়ে সম্মানিত করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

You might also like!