Odisha

2 weeks ago

Chief Minister of Odisha congratulated Vishwakarma Puja:বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানালেন ওডিশার মুখ্যমন্ত্রী

Chief Minister of Odisha congratulated Vishwakarma Puja
Chief Minister of Odisha congratulated Vishwakarma Puja

 

ভুবনেশ্বর: বিশ্বকর্মা পুজোর আন্তরিক শুভেচ্ছা জানালেন ওডিশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। সকালে নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্টে ওডিশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি লেখেন, "বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই।" ওডিশার সাধারণ মানুষ যাতে প্রযুক্তিগত জ্ঞানে পারদর্শী হয়ে উঠতে পারে তার জন্য ভগবান বিশ্বকর্মার কাছে আশীর্বাদ প্রার্থনা করেছেন তিনি। পোস্টে তিনি লিখেছেন, আমরা সমৃদ্ধ ভারত গঠনের দিকে এগোচ্ছি, আমাদের কারুশিল্প যেন বিশ্ব বাজারে স্বীকৃতি লাভ করে। সব শেষে এই বিশেষ দিনে কাজের সাফল্য কামনা করে সমস্ত কারিগরদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন ওডিশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।


You might also like!