Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Odisha

1 month ago

Deadly Shooting in Odisha: ওড়িশায় বিজেপি নেতাকে গুলি করে খুন, তদন্ত শুরু পুলিশের

Senior advocate and BJP leader Pitabash Panda
Senior advocate and BJP leader Pitabash Panda

 

বেরহামপুর, ৭ অক্টোবর : ওড়িশার বেরহামপুরে খুন হলেন বিজেপি নেতা পিতাভাস পান্ডা। সোমবার রাত ১০টা নাগাদ বিজেপি নেতাকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। এই খুনের ঘটনার তদন্তে তিনটি দল গঠন করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটে ব্রহ্মনগরে বিজেপি নেতার বাসভবনের বাইরে, যেখানে দুই আততায়ী তাঁকে লক্ষ্য করে গুলি চালায় এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে গুরুতর জখম অবস্থায় পান্ডাকে বেরহামপুরের এমকেসিজি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পান্ডা বেরহামপুরের একজন বিশিষ্ট আইনজীবী এবং ওড়িশা রাজ্য বার কাউন্সিলের সদস্য ছিলেন। তার অকাল মৃত্যুতে আইনজীবি মহল এবং রাজনৈতিক মহলে ব্যাপক ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে।

You might also like!