Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Life Style News

4 weeks ago

Diwali25: দীপাবলির সাজে কোন রং আনবে সুখ ও সমৃদ্ধি? জানুন বিস্তারিত!

Diwali 2025
Diwali 2025

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাঙালির বারো মাসে তেরো পার্বণের প্রতিটিতেই লুকিয়ে আছে নানারকম কাহিনি ও বিশ্বাস। প্রতিটি উৎসবই জীবনে নিয়ে আসে ভিন্ন রঙের ছোঁয়া। সামনে আসছে দীপাবলি – আলোর উৎসব, যখন দীপের আলোয় আলোকিত হয়ে ওঠে চারপাশ। জানেন কি, এই উৎসবেও রঙের রয়েছে বিশেষ তাৎপর্য? ভারতের ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিছু রঙ দীপাবলির সময় পরলে সৌভাগ্য বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হয়। এই প্রতিবেদনে রইল সেইসব সৌভাগ্যবান রঙের খোঁজ।

দীপাবলি মানেই রংমশাল, ফুলঝুরি, তুবড়ি। এসবও হাজার রঙের ছটা। সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর পর নিশ্চয়ই বাড়ির সকলকে নিয়ে বাজি পোড়ানোর পরিকল্পনা আছে? আবার কারও কারও বাড়িতে ওইদিন দীপান্বিতা লক্ষ্মীপুজো হয়। সেও উৎসবের মধ্যে আরেক উৎসব। এই বিশেষ দিনের জন্য সাজগোজের পরিকল্পনা করেছেন কি? নাকি এখনও কী রঙের পোশাক পরবেন অথবা কোন কোন রঙে ভরিয়ে তুলবেন রঙ্গোলি, সেসব ভেবে কূলকিনারা পাচ্ছেন না? তাহলে জেনে নিন দীপাবলি স্পেশাল কিছু রঙের কথা। লাল, হলুদ, সোনালি, গোলাপি – এই চারটি রং আপনি অনায়াসে বেছে নিতে পারেন। আর সাদা রঙের কথা তো আলাদা করে বলার কিছু নেই। যে কোনও সময় যে কোনও জায়গায় সাদা রঙের পোশাক আপনাকে অনন্য করে তুলবে সকলের মাঝে।

∆ দীপাবলির রং হিসেবে সবচেয়ে এগিয়ে সোনালি। বলা হচ্ছে, এটি সম্পদের প্রতীক। হিন্দু ঐতিহ্যের সঙ্গে এই রঙের সম্পর্ক অতি নিবিড়। সোনালি রঙের পোশাক কিংবা সোনার গয়না অথবা ঘর সাজাতে সোনালি আলো, রঙ্গোলির ব্যবহার দীপাবলির দিনটিকে আরও উজ্জ্বল করে তুলতে পারে। যদি এই রঙের কিছু আপনার হাতের কাছে না থাকে, তাহলে সোনালি কোনও সামগ্রী কিনে ফেলুন দীপাবলির আগে।

∆ দীপাবলি বা কালীপুজোয় হয় শক্তির আরাধনা। লাল রং তার প্রতীক। লাল আবার প্রেমেরও প্রতীক। এই আলোর উৎসব তো প্রেমে আবদ্ধ হওয়ার আদর্শ সময়। তাই মনের মানুষকে কাছে টানতে পরুন লাল রঙের পোশাক। আলোকোজ্জ্বল পরিবেশে আপনাকে দেখে মুগ্ধ না হয়ে যাবেন না কেউ।

∆ গোলাপি বা ম্যাজেন্টা রং পুরোপুরি প্রেমের প্রতীক। আলোকময় পরিবেশে যে কোনও শেডের গোলাপি আপনাকে করে তুলবে আকর্ষণীয়। বিশেষত যদি আপনি দীপাবলিতে শাড়ি পরেন, তবে অবশ্যই গোলাপি রং বেছে নিন। শুধু মাথায় রাখবেন, শাড়ি আর ব্লাউজে রঙের মেলবন্ধনটা যেন সুন্দর হয়।

∆ হলুদ রং হল আশা আর জ্ঞানের প্রতীক। দীপাবলির আলো আশারও দীপ। হলুদ রং তাই চাহিদার শীর্ষে। এই বিশেষ দিনে হলুদ রঙের পোশাক কিংবা আলোর ব্যবহার অবশ্যই আপনার আশাও আরও উজ্জ্বল করে তুলবে।

∆ হলুদের হাত ধরেই আসে সবুজ। এই রং শস্য-শ্যামল পরিবেশের প্রতীক। সেইসঙ্গে এই রং সম্প্রীতি, সৌহার্দ্যের বার্তা বহন করে। দীপাবলির দিন সবুজ রঙের পোশাক আপনার সম্পদ বৃদ্ধি করবে। পারিবারিক বন্ধন, বন্ধুত্ব আরও মজবুত করবে।

তাই বেশি দ্বিধা না করে, এই রঙগুলোর মধ্য থেকে নিজের পছন্দসই একটি রং বেছে নিন। আলোর উৎসব দীপাবলি হোক আরও আনন্দময় ও রঙিন।

You might also like!