Life Style News

2 days ago

Exchange of Damage Currency Notes: ছেঁড়া-ফাটা নোট ব্যাঙ্কে দিলেই হবে বদল, জেনে নিন বদলের নিয়মগুলি!

Exchange of Damage Currency Notes
Exchange of Damage Currency Notes

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- প্রায়শই মানিব্যাগে চলে আসে ছেঁড়া-ফাটা নোট। আর এই নোট দিয়ে না দেওয়া যায় বাস, অটোর ভাড়া; না কেনা যায় কোন জিনিস।  তখন সেই নোট নিয়ে বিপদে পড়তে হয় সকলকে । কিন্তু চিন্তা না করে, চাইলেই সেই নোট ব্যাঙ্কে গিয়ে বদলে নেওয়া যায়।

আরবিআই গাইডলাইন বলছে, আপনি যে কোনও ব্যাঙ্কে গিয়ে বদলাতে পারেন সেই নোট।এক্ষেত্রে কিছু নিয়ম আছে। যেমন ৫০ টাকার নোট হলে আপনি ব্যাঙ্কে তা বদলালে পুরোটাকাই পাবেন।কিন্তু ৫০ টাকার বেশি অঙ্কের নোট হলে ব্যাঙ্কের কিছু নোট আছে। তখন তা ব্যাঙ্কের তরফে আপনাকে বলে দেওয়া হবে। বেশিরভাগ ক্ষেত্রেই ৫০ টাকার অঙ্কের বেশি নোট হলে আপনি ছেঁড়া-ফাটা নোটের বদলে অর্ধেক টাকা পেতে পারেন ব্যাঙ্কের তরফে।কিছু ক্ষেত্রে নোট কতটা ছেঁড়া বা ফাটা তা বিচার করা হয়। তার পর আপনি কত টাকা বিনিময়ে পেতে পারেন তা বিচার করে ব্যাঙ্ক।

You might also like!