দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:
* কুবেরের যন্ত্রঃ বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয়, বাড়িতে কুবেরের যন্ত্র রাখা অত্যন্ত শুভ। জীবনে কখনও অর্থের অভাব হয় না। কুবেরের যন্ত্র সম্পদ, সমৃদ্ধির প্রতীক। তাই পুজোর ঘরে কুবের যন্ত্র রাখুন। অবশ্যই এটি উত্তর দিকে রাখবেন। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
* ঘন্টাঃ হিন্দুধর্মে বাড়িতে ঘণ্টা বাজানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই ঠাকুরঘরে অবশ্যই ঘণ্টা রাখবেন। নিত্যদিন পুজোর সময় সেই ঘণ্টা তিনবার হলেও বাজাবেন। এতে বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হবে। প্রবেশ করবে ইতিবাচক শক্তি।
* বাঁশিঃ ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় হল বাঁশি। বাস্তুশাস্ত্রে বাঁশিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বাঁশি ঘরে রাখলে নেতিবাচক শক্তি দূর হয়। বাড়ির প্রবেশদ্বারে কিংবা ঠাকুর ঘরে বাঁশি রাখুন।
* ময়ূরের পালকঃ ময়ূরের পালক বাড়িতে থাকলে আপনার জীবনে সাফল্য নিশ্চিত। কারণ বাড়ির উত্তর-পূর্ব দিকে কিংবা দক্ষিণ-পূর্ব দিকে বা পুজোর স্থানে রাধা কৃষ্ণের কাছে এই ময়ূরের পালক রাখুন। এমনকি শিক্ষার্থীদের পড়াশোনার জায়গাতে ময়ূরের পালক রাখতে পারেন। এতে তাদের পড়াশোনার প্রতি মন বাড়বে। এতে মা লক্ষ্মী খুব খুশি হবেন।
*দেবদেবীর ছবিঃ নিজের ঘরে অবশ্যই রাখুন বিভিন্ন দেবদেবী সহ হনুমানজির ছবি।