Life Style News

1 month ago

Beauty Care: জগদ্বাত্রী পুজোতে নিজের ত্বককে করে তুলুন উজ্জ্বল, কিভাবে করবেন?

Beauty Care
Beauty Care

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-   চলেছে উৎসবের মরসুম। আজ দীপাবলি। দুদিন পরেই ভাইফোঁটা আর তার পরেই জগদ্ধাত্রী পুজো। স্বাভাবিক কারণেই এই সময় আমরা একটু ঘুরে বেড়াই। ইতিমধ্যে ঋতু পরিবর্তন শুরু হয়েছে। এই সময় বাতাসে ঘুরে বেড়ায় যথেষ্ট দূষণ। দূষণের কারণে আমাদের ত্বকে নেমে আসে অকাল বার্ধক্য। এছাড়াও অতিরিক্ত আর্দ্রতা ব্রন বা ছত্রাক সংক্রমণ এবং অন্যান্য চর্মরোগের কারণ হতে পারে। ত্বক অতিরিক্ত তৈলাক্ত এবং চর্বিযুক্ত হলে কয়েক ঘন্টা অন্তর অন্তর জেলজাতীয় ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলা উচিত। ত্বককে দূষণ ও সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকে বাঁচাতে বাইরে যাওয়ার আগে কমপক্ষে ২৫ এসপিএফ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করা উচিত। হেভি মেক আপের ক্ষেত্রে রাতে ঘুমোতে যাওয়ার আগে ভালো মানের মেক আপ রিমুভার দিয়ে মেক আপ তুলে নিতে হবে। এই পরিবেশে আপনি নিজেকে সুন্দর করে তুলুন।

 চোখের নিচের ডার্ক সার্কলের জন্য অনেক সময়ই আমাদের মুখ নিস্তেজ দেখায়। শুধুমাত্র স্ট্রেস নয়, হরমোনের অভাব, কিডনি সম্পর্কিত সমস্যা, উচ্চ রক্তচাপ বা জেনেটিক প্রবণতা ইত্যাদি কারণেও ডার্ক সার্কল হতে পারে। এর জন্য ভিটামিন সি বা ভিটামিন কে সিরাম খুবই উপকারী। রাতে ঘুমোতে যাওয়ার আগে চোখের নিচে ৩-৫ মিনিটের এই ধরনের সিরাম দিয়ে মাসাজ করতে পারলে ভালো ফল পাওয়া যায়। রোদে বেরোনোর আগে অবশ্যই সানগ্লাস ব্যবহার করা প্রয়োজন।এছাড়াও কিছু ঘরোয়া পদ্ধতিতেও আপনি নিজের ত্বককে উজ্জ্বল ও পরিষ্কার। রাখতে পারেন। এর জন্য টমেটো, শশা, চন্দন,হলুদ, ব্যাসনের সাহায্যও নিতে পারেন।

You might also like!