Life Style News

2 weeks ago

General Knowledge: কোন পাখি ১০০-র বেশি ডিম পাড়ে জানেন? নাম জানলে চমকে যাবেন!

Bird Eggs (Symbolic Picture)
Bird Eggs (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- নিজের বাসায় পাখিরা একটা বা দুটো ডিম পাড়ে, সে কথা তো সকলেই জানেন। কখনো আবার কোকিল পাখিকে দেখা যায়, কাকের বাসায় ডিম পাড়তে। তবে আজকের প্রতিবেদন জানাবো, এমন এক পাখির নাম , যে পাখি নিজের বাসায় ১০০-র বেশি ডিম পাড়ে।

উটপাখি বা অস্ট্রিচ হল এমন একটি পাখি যে একটা বাসায় ১০০-রও বেশি ডিম পাড়ে। এক-একটা ডিম ৬ ইঞ্চি মত লম্বা হয়, পরিধি হয় ১৫-১৮ ইঞ্চির।দু'পেয়ে প্রাণীদের মধ্যে সবচেয়ে দ্রুততম পাখি হল উটপাখি। পৃথিবীর সবচেয়ে বড় পাখিও উটপাখি।পাখি হলেও উটপাখি কখনো উড়তে পারে না, কিন্তু প্রবল বেগে দৌড়াতে পারে।

You might also like!