Life Style News

8 months ago

Chocolate Day: সম্পর্ক হোক চকোলেটের মতো মিষ্টি অথচ গভীর! প্রেমের সপ্তাহে রইল শুভেচ্ছা

Chocolate Day
Chocolate Day

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃপ্রেমের সপ্তাহের তৃতীয় দিন চকোলেট ডে। সারা বিশ্বে ফুল ছাড়া এমন জনপ্রিয় উপহার আর একটাও নেই। যে কোনও বয়সের মানুষের কাছেই চকোলেট দারুণ প্রিয়, কারোর কারোর কাছে চকোলেট যেন আবেগেরই ডাক নাম। মনের মানুষকে চকোলেট দিলে খুশি যেন মুহূর্তে দ্বিগুণ হয়ে যায়।

ভিক্টোরিয়ান যুগে রিচার্ড ক্যাডবেরি নামে এক চকোলেট-বিক্রেতা হার্ট-শেপড বাক্সে চকোলেট ভরে বিক্রি করতেন ভ্যালেন্টাইন উইকে। সেখান থেকেই ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠে এই রীতি।

১৯৫০ সাল থেকে জাপানেও ভ্যালেন্টাইনস ডে-তে চকোলেট উপহার দেওয়ার প্রথা শুরু হয়। তবে ওই দেশে কেবল প্রেমিকারাই চকোলেট উপহার দেন পুরুষদের।


You might also like!