Life Style News

2 weeks ago

Bottle Gourd: গরমের দিনে পাতে থাক লাউ, এই সবজি খেলে কী কী হয় জানেন?

Bottle Gourd
Bottle Gourd

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃএখনও গরম থেকে মুক্তি পেতে ঢের দেরি। এই সময় পেট ঠাণ্ডা রাখতে লাউয়ের জুরি মেলা ভার।

কী উপকার রয়েছে লাউয়ে?

১. লাউয়ের মধ্যে ৯৬ শতাংশ জল রয়েছে, ফলে পাতে লাউ রাখলে শরীর হাইড্রেটেড থাকে।

২. লাউ খেলে হজমের সমস্যা দূর হয়।

৩. রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমাতে লাউয়ের জুড়ি মেলা ভার।

৪. লাউয়ে ক্যালসিয়াম এবং ফসফরাস থাকে, যা শরীরের ঘামজনিত লবণের ঘাটতি দূর করে।

৫. হার্ট ভাল রাখতে চাইলে আপনাকে অবশ্যই খেতে হবে লাউ। গবেষণা বলছে, রান্না নয়, বরং খেতে হবে লাউয়ের রস।

৬. লাউয়ের পাশাপাশি লাউয়ের রসেও রয়েছে আয়রন, ভিটামিনস, পটাশিয়াম। যা ওজন কমানোর ক্ষেত্রে দারুণ উপকারী।


You might also like!