Life Style News

2 weeks ago

Cooked Rice:বৈদ্যুতিক কুকারে রান্না ভাত খাচ্ছেন? অজান্তেই শরীরে বাসা বাঁধছে বিপদ!

Cooked Rice (Symbolic Picture)
Cooked Rice (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বর্তমান সময়ের মহিলারা সংসারের সাথে কর্মজীবন সমান তালে সামলান। তাই সময় বাঁচাতে অনেকেই বৈদ্যুতিক কুকারে ভাত রান্না করেন। তবে প্রতিদিন বৈদ্যুতিক কুকারে রান্না করা ভাত খেলেই শরীরে অজান্তের বাসা বাঁধতে পারে ভয়ঙ্কর বিপদ।

কুকারে তৈরি ভাত সাধারণভাবে সিদ্ধ চালের চেয়ে স্বাস্থ্যকর। এটি প্রোটিন, কার্বোহাইড্রেট, খনিজ এবং অন্যান্য ভিটামিন সমৃদ্ধ। কারণ এর পানি ফেলে দিতে হয় না। সেই সঙ্গে, বৈদ্যুতিক কুকারে রান্না করা ভাতে সংরক্ষিত ভাতের চেয়ে ছত্রাক সংক্রমণ কম হয়। বিশেষজ্ঞদের মতে, প্রেসার কুকারের ভাত অনেকটাই ভারি হয়ে যায়।

কারণ এর মাড় ঝরানো যায় না। এই মাড় সমেত ভাত বেশি খেলে দ্রুত মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যাদের মোটা হয়ে যাওয়ার ধাত আছে, তাদের প্রেসার কুকারের ভাত খাওয়া উচিত নয়। তবে সময় বাঁচানোর জন্য প্রেসার কুকারের রান্না করা ভাত খেতেই পারেন।

You might also like!