kolkata

1 year ago

পুজোর মুখে রাজ্যে ডেঙি নিয়ে দুশ্চিন্তা

Dangue Fear Up rise in kolkata
Dangue Fear Up rise in kolkata

 

কলকাতা, ২৭ সেপ্টেম্বর : রাজ্যের ডেঙ্গির প্রকোপ প্রতিনিয়ত বেড়েই চলেছে। করোনার পরেই রাজ্যে এখন ডেঙ্গি নিয়ে উদ্বেগে স্বাস্থ্য দফতর। গত ৪৮ ঘন্টায় ডেঙ্গিতে দু’জনের মৃত্যুর খবর মঙ্গলবার পাওয়া গেল।

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের ২৬ বছরের মৌমিতা ভট্টাচার্য নামে এক তরুণী ডেঙ্গি আক্রান্ত হয়ে মারা যান। হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফলতির অভিযোগ এনেছে পরিবারের সদস্যরা।পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২৪ সেপ্টেম্বর মৌমিতার ডেঙ্গি ধরা পড়ে। তাঁকে সোনারপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের পরিষেবা ও চিকিৎসা যথাযথ ছিল না বলে অভিযোগ পরিবারের। তবে এ বিষয় নিয়ে কিছু বলতে চাইনি হাসপাতাল কতৃপক্ষ। কয়েক বছর আগেই তাঁর বিয়ে হয়েছিল। পুজোর আগে মৌমিতার মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার পরিজনেরা।

এদিকে, হাওড়ায় ফের ডেঙ্গির কবলে মৃত্যু। হাওড়ার বেলুড়ের ধর্মতলা রোডে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল ৭৪ বছরের কল্পনা দে-এর। গত ২১ সেপ্টেম্বর তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ২৫ তারিখ মৃত্যু হয় ওই বৃদ্ধার। উল্লেখ্য, সোমবারই হাওড়ায় এক অনুষ্ঠানে এসে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, হাওড়া তথা বালিতে ডেঙ্গি নিয়ন্ত্রণে। ঠিক তাঁর আগের দিন এই বৃদ্ধা। স্বাভাবিকভাবেই পরিবারের সদস্যরা বালি পুরসভার কাজকর্মে প্রচণ্ড ক্ষুব্ধ। এখনও পর্যন্ত বালি পৌরসভা অঞ্চলে এই নিয়ে তিনজন ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মারা যান। বেলুড়ের ভোট বাগান অঞ্চলে গত ৬ ও ৮ সেপ্টেম্বর এক যুবক ও শিশুর মৃত্যু হয়।

You might also like!