কলকাতা, ২১ আগস্ট : “পশ্চিমবঙ্গ পুলিশ নিশ্চিত করেছে যে বিভিন্ন অভিযোগ কখনও রিপোর্ট করা হয় না। বিষয়গুলি আড়ালেই চেপে দেওয়া হয়।” বুধবার এক্স-বার্তায় এই মন্তব্য করলেন বিজেপি নেতা অমিত মালব্য।
তিনি লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে আর একটি দিন। আনন্দপুর থানা এলাকায় ১০৮ নং ওয়ার্ডের নোনাডাঙ্গা সবুজপল্লী এলাকায় ঝোপের মধ্যে এক মহিলার দেহ পাওয়া গেছে। হত্যার আগে তাঁকে লাঞ্ছিত করা হয়েছিল কিনা তা স্পষ্ট নয়।
বাংলায় নারী জীবন এখন মূল্যহীন। অগণিত হত্যাকান্ড ঘটে এবং কেউ কিছু জানতে পারে না। যদি কেউ ক্ষোভ প্রকাশ করে এবং জবাব চায়, মমতা বন্দ্যোপাধ্যায় সেটিকে একটি ছোটখাট ঘটনা বলে এড়িয়ে যান। বা আরও খারাপ, মৃতার চরিত্রহনন করে বিষয়টিকে খারিজ করে দেওয়ার চেষ্টা করেন।”
প্রসঙ্গত, এদিন ই এম বাইপাস সংলগ্ন আনন্দপুরের নোনাডাঙায় জনবহুল এলাকায় রাস্তার পাশ থেকে উদ্ধার হয়ে এক যুবতীর ক্ষতবিক্ষত দেহ। এলাকারই এক বাসিন্দা দাবি করেছেন, ভোর পাঁচটা নাগাদ ওই জায়গা দিয়ে যাওয়ার সময় তিনি কোনও দেহ দেখতে পাননি৷ সম্ভবত তার পরেই দেহ ফেলে যাওয়া হয়৷