Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

kolkata

1 month ago

Diwali 2025: সামনেই কালীপুজো, মহেশতলা ও নুঙ্গিতে আতসবাজি তৈরির ব্যস্ততা তুঙ্গে

Fireworks
Fireworks

 

কলকাতা, ১৩ অক্টোবর : কিছু দিন পরই কালীপুজো ও দীপাবলি। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা ও নুঙ্গি এলাকায় সবুজ আতসবাজি তৈরির ব্যস্ততা তুঙ্গে। তৈরি হচ্ছে ফুলঝুরি, রকেট থেকে শুরু করে বিভিন্ন আলোর বাজি। কালীপুজো যত এগিয়ে আসছে, ততই বাড়ছে ব্যস্ততা। তবে এ বছর দফায় দফায় বৃষ্টির জেরে বাজি তৈরিতে বড় সমস্যা তৈরি হয়েছে। কাঁচা বারুদ ও কাগজ ভিজে যাওয়ায় উৎপাদন ব্যহত হচ্ছে বলে জানাচ্ছেন শ্রমিকরা।

তবুও জোরকদমে চলছে বাজি তৈরির কাজ। শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, ভিন রাজ্যেও কদর রয়েছে মহেশতলা ও নুঙ্গির বাজির। বাজি শিল্পীরা জানাচ্ছেন, তাঁদের তৈরি সবুজ বাজি দামেও সস্তা এবং পরিবেশবান্ধব। ফলে বাজারে চাহিদা বেড়েছে বহুগুণ। দূষণমুক্ত বাজি উৎপাদনের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

You might also like!