কলকাতা, ৩ সেপ্টেম্বর : প্রাথমিক শিক্ষক নিয়োগে যে দুর্নীতি হয়েছে তার কোনও প্রমাণই নেই। এমনই দাবি করলেন টেট কেলেঙ্কারিতে তৃণমূল পক্ষের উকিল অরুণাভ ঘোষ। শুক্রবার সেই মন্তব্যকেই কটাক্ষ করেছেন বিজেপি নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়। তোপ দেগেছেন নেটানাগরিকরাও। সন্ময়বাবু টুইট করে লেখেন, ‘টেটে দুর্নীতি এখনও দেখতে পাননি অরুণাভ ঘোষ! মুখ্যমন্ত্রীকে বলছি, আপনি প্লিজ এঁকে রাজ্যসভায় পাঠান । না পাঠালে বুঝব আপনার মধ্যে কোন কৃতজ্ঞতা বোধই নেই।’ তবে এবারই প্রথম নয়। এর আগেও একাধিক বার নানান বিতর্কিত কথা বলেছেন অরুণাভ ঘোষ। অরুণাভবাবুকে তোপ দেগে সুবর্ণ বিশ্বাস লিখেছেন, “এই আইনজীবি একজন দেশদ্রোহী, কেউ আইনজীবী হয় দোষীদের সাজা দেওয়ার জন্য আবার কেউ আইনজীবী হয় দেশদ্রোহীদের জেতাবার জন্য।” মানস এম প্রধান লিখেছেন, “কথায় বলে যে বুড়ো বয়সে ভিমরতি ধরে, এটাকে দেখে তাই বোঝা যাচ্ছে, বুড়ো আবোল-তাবোল বকছে, সুনামটাই এবার হারিয়ে ফেলছে!“ খোকা কুণ্ডু লিখেছেন, “রাজ্যসভায় যাওয়ার জন্য, কত কিছু করতে হচ্ছে!“ সৌরেন্দ্র চক্রবর্তী লিখেছেন, “এটাও আবার চটিচাটা ধরল। সন্দেহজনক।” বুবুন মুখার্জি লিখেছেন, “ফালতু কথার কোনও উত্তর নেই।“ সুমন্ত চ্যাটার্জী লিখেছেন, “আইনের মার পাঁচেই দেশটা শেষ হয়ে গ্যালো, ফাঁক গুলো বোজাবার কোনো চেষ্টাও কেউ করে না।“বিশ্বজিৎ সানা লিখেছেন, “এনারাই প্রকৃত অপরাধী তৈরির কারিগর।